Sunday, November 16, 2025

নিশীথের কনভয় থেকেই ‘হামলা’! সিসিটিভি ফুটেজ প্রকাশ তৃণমূলের  

Date:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘হামলা’র অভিযোগ ঘিরে সরগরম কোচবিহারের রাজনীতি। বৃহস্পতিবার দিন ভর এ নিয়ে তরজা চলেছে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের। সন্ধ্যায় ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বলে দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। পাশাপাশি, ওই ঘটনার জন্য সরাসরি দায়ী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকেই। ওই ঘটনা নিয়ে প্রশাসনের ঘাড়ে পাল্টা দোষ চপিয়েছেন নিশীথও।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয় থেকেই ঝান্ডা নিয়ে তৃণমূলের ওপর হামলা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। যে সিসিটিভি ফুটেজ তৃণমূলের তরফে দেখানো হয়েছে তাতে বিজেপির ঝান্ডা নিয়ে কিছু বাইক ভাঙতে দেখা যাচ্ছে। ওই সিসিটিভি ফুটেজে বিজেপির বেশ কিছু নেতা ও নেত্রীকে দেখা গেছে, যাঁরা বাঁশ লাঠি হাতে আক্রমণ করেছেন।

এই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। নিশীথ প্রামাণিকের কনভয়ে যাঁরা কালো পতাকা দেখতে জড়ো হয়েছিলেন, তাঁদের ওপরেই কনভয়ে থাকা নেতা নেত্রীরা বেড়িয়ে এসে হামলা চালিয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি অভিযোগ করেন, নিশীথ প্রামাণিক হঠাৎ করেই এই কর্মসূচি নিয়ে পরিকল্পিত ভাবেই এই কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে এমন কাজ করার অধিকার কি নিশীথ প্রামাণিককে দিয়েছে দেশের সংবিধান? এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের কনভয় যাওয়ার সময় কয়েক জন কালো পতাকা দেখান সিতাইয়ের শিঙিমারি আমতলায়। পুলিশের দাবি, এই ঘটনার পর যাঁরা কালো পতাকা দেখিয়েছেন তাঁদের সঙ্গে নিশীথের কনভয়ের পিছনে থাকা মোটরবাইক আরোহী বিজেপিকর্মীদের ধস্তাধস্তি হয়। তার জেরে জয়দীপ মণ্ডল এবং প্রতাপ বর্মণ নামে দুই বিক্ষোভকারী অল্প আঘাত পান। এর অব্যবহিত পরেই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় তৃণমূলের তরফে। যা ওই ঘটনার সময়কার বলে দাবি করেছে জোড়াফুল শিবির।

কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, নিশীথের কনভয়ে কোনও হামলা হয়নি। তাঁর মতে, ‘‘কিছু মানুষ জমায়েত হয়ে কালো পতাকা দেখিয়েছিলেন। কয়েক জন বিজেপি কর্মী কনভয়ের পিছনে বাইক নিয়ে যাচ্ছিল। যাঁরা কালো পতাকা দেখিয়েছিলেন তাঁদের হাত থেকে পতাকা ছিনিয়ে নেন বিজেপি কর্মীরা এবং বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালাযন। এই ঘটনায় দুইজন গ্রামবাসী আহত হয়েছে।’

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version