Wednesday, May 21, 2025

WBHSC : একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনে ৫০০ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী !

Date:

Share post:

সময় বদলাচ্ছে, আর তার সঙ্গেই বদল হচ্ছে মানসিকতার। লিঙ্গ পরিচয়ের (gender identity) বেড়াজালে আটকে নেই আজকের শিক্ষিত সমাজ। শিক্ষা (Education)প্রতিটি মানুষের নূন্যতম অধিকার। তা সে পুরুষ হোক বা নারী বা তৃতীয় লিঙ্গের (Third gender) ব্যক্তিত্ব। সবার পাশে সমান ভাবে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ফের তার প্রমাণ দিল রাজ্য সরকারের শিক্ষা দফতর (Education Department)। এই বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBHSC) উদ্যোগে স্কুলশিক্ষার ক্ষেত্রে প্রথমবার স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের পড়ুয়ারা। অনলাইন রেজিস্ট্রেশনে (Online Registration) ফর্ম ফিল আপের সুযোগ পেলেন তাঁরা। আর তাতেই তৈরি হল রেকর্ড, নাম পড়ল ৫০০ জন পরীক্ষার্থীর। গোটা বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদরা।

শিক্ষা মানুষের জন্মগত অধিকার, অন্তত আজকের যুগে দাঁড়িয়ে ঠিক এমন ভাবনা নিয়েই এগিয়ে চলেছে বর্তমান যুব সমাজ। সেখানে শুধুমাত্র লিঙ্গ বৈষম্যকে অজুহাত করে কেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হবে এক শ্রেণির মানুষকে? এই স্টিরিওটাইপ ভাবনা সমাজকে অনেকটা পিছিয়ে রাখে বলেই মনে করেন সমাজতাত্ত্বিকরা। আর সেই কারণেই যুগান্তকারী পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)। চলতি বছর একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন হয়েছে সম্পূর্ণ অনলাইনে (Online)। এই প্রথমবার তা অনলাইনে হল। এবং তাতে লিঙ্গ পরিচয়ের কলামে মহিলা, পুরুষের সঙ্গে তৃতীয় লিঙ্গের অপশন দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, সেই অপশন নির্বাচনের মাধ্যমে স্ব-পরিচয়ে রেজিস্ট্রেশন করেছেন পাঁচ শতাধিক পড়ুয়া। রাজ্য সিলেবাস কমিটির (Syllabus Committee) চেয়ারম্যান অভীক মজুমদার (Aveek Majumdar)জানিয়েছেন আমাদের সামাজিক ইতিহাসের দিকে তাকালে এটা একটা বিরাট বড় পদক্ষেপ। যে কোনও ধরনের প্রান্তিক বা অবহেলিত গোষ্ঠীর যদি কেন্দ্রীয় স্বীকৃতির জায়গা তৈরি হয়, সেটাকে অভিনন্দন জানাতেই হবে। এই ধরনের অভিমুখ ভারতবর্ষের আর কোথাও আছে বলে জানা নেই। ফলে, এটা একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ। বিজ্ঞান ও বাণিজ্যে তৃতীয় লিঙ্গ হিসাবে রেজিস্ট্রেশন করা পড়ুয়া একশোর কম হলেও কলা শাখায় সংখ‌্যাটা চারশোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।

ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

প্রসঙ্গত রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে তৃতীয় লিঙ্গকে (Third gender) স্বীকৃতি দেওয়া হচ্ছে বহুদিন আগে থেকেই । কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভরতির ফর্মে ‘অন্যান্য’ অপশনের মাধ্যমে তৃতীয় লিঙ্গ পরিচয় জানানোর সুযোগ থাকে এবং আবেদন করা যায়। তৃতীয় লিঙ্গকে আইনত স্বীকৃতি দেওয়া হয়। স্কুলশিক্ষাতেও সেই স্বীকৃতি দিতে একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশনের পোর্টাল তৈরির সময়ই লিঙ্গ পরিচয়ে পুরুষ, মহিলার সঙ্গে তৃতীয় লিঙ্গের সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। পুরাণ বিশেষজ্ঞ তথা শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানিয়েছেন তৃতীয় লিঙ্গ হিসাবে ফর্মপূরণ করতে বলা হচ্ছে এবং তাঁরা করছেন, এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতির জায়গা।  এই পদক্ষেপে একটা মুক্তির জায়গা তৈরি হল। পশ্চিমবঙ্গ সরকারের দিক থেকে এই স্বীকৃতি অত্যন্ত গর্বের মনে করছেন বিশিষ্টজনেরা। বাংলার সরকার চাইছে শিক্ষায় মেধা ছাড়া, অন্য কোনও ক্ষেত্রই প্রাধান্য পাবে না। শিক্ষার ক্ষেত্রে সমতা তৈরির এই পদক্ষেপকে বৈপ্লবিক বলে আখ্যা দিচ্ছে রাজ্যের শিক্ষা মহলের একাংশ।

spot_img

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...