Sunday, November 9, 2025

নতুন বছরের শুরুতেই বিধানসভা ভোট, চলতি মাসেই মেঘালয় যেতে পারেন অভিষেক

Date:

Share post:

সদ্য চোখের জটিল অপারেশনের (Eye Surgery) পর আমেরিকা (America) থেকে বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজো কাটতেই ধীরে ধীরে আগের মতোই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল,শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমতলার (Amtala)দলীয় কার্যালয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ডিসেম্বরের ৩ তারিখ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মেগা জনসভা রয়েছে অভিষেকের (Abhishek Banerjee)।

তার আগে মেঘালয় (Meghalaya) সফরে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে সাংগঠনিকভাবে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন অভিষেক। শুরু থেকেই তাঁর নজরে উত্তর-পূর্ব ভারত। নতুন বছরের শুরুতেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বর্তমানে এই রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা (Mukul Sangma)। সেই কারণেই অভিষেকের শিলং সফর বলে মনে করা হচ্ছে। ভোটের আগে মেঘালয়ে দলের বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি দেখতেই শিলং যাচ্ছেন তিনি।

শুধু মেঘালয় নয়, ত্রিপুরার ভোটেও নজর রাখছে তৃণমূল। বর্তমানে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে শিলংয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন অভিষেক। তবে ত্রিপুরা সফরের সূচি এখনও চূড়ান্ত নয় বলেই জানা যাচ্ছে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...