Sunday, January 11, 2026

নতুন বছরের শুরুতেই বিধানসভা ভোট, চলতি মাসেই মেঘালয় যেতে পারেন অভিষেক

Date:

Share post:

সদ্য চোখের জটিল অপারেশনের (Eye Surgery) পর আমেরিকা (America) থেকে বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজো কাটতেই ধীরে ধীরে আগের মতোই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল,শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমতলার (Amtala)দলীয় কার্যালয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ডিসেম্বরের ৩ তারিখ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মেগা জনসভা রয়েছে অভিষেকের (Abhishek Banerjee)।

তার আগে মেঘালয় (Meghalaya) সফরে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে সাংগঠনিকভাবে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন অভিষেক। শুরু থেকেই তাঁর নজরে উত্তর-পূর্ব ভারত। নতুন বছরের শুরুতেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বর্তমানে এই রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা (Mukul Sangma)। সেই কারণেই অভিষেকের শিলং সফর বলে মনে করা হচ্ছে। ভোটের আগে মেঘালয়ে দলের বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি দেখতেই শিলং যাচ্ছেন তিনি।

শুধু মেঘালয় নয়, ত্রিপুরার ভোটেও নজর রাখছে তৃণমূল। বর্তমানে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে শিলংয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন অভিষেক। তবে ত্রিপুরা সফরের সূচি এখনও চূড়ান্ত নয় বলেই জানা যাচ্ছে।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...