জন্মদিনে অকপট বিরাট: রোহিত এবং নিজের সম্পর্ক নিয়ে কী বললেন কোহলি?

এরপরই নিজের এবং লক্ষ‍্য নিয়ে বিরাট বলেন," আমাদের দলে সবাই পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

আজ ৫ নভেম্বর। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মাঝে জন্মদিন পালন করেন কোহলি। জন্মদিনের দিনই আগামীর লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন তিনি। এরপাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর কোথায় কোথায় মিল, সেকথাও জানাতে ভুললেন বিরাট।

শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানে বিরাট বলেন,” অস্ট্রেলিয়ায় এলে আমি কখনও বিদেশে আছি বলে অনুভব করি না। আমি এখানে স্বস্তিবোধ করি। কারণ এখানে যেকোনও মাঠে পারফর্ম করলে, সম্মান পাওয়া যায়। সেটা বারবার এখানে এসে এবং সাফল্য পেয়ে বুঝেছি। মনে করুন কোনও সিরিজ খেলতে এসে ছুটির দিন একটু বাইরে গেলাম। কিংবা রাস্তায় হাঁটছি, স্থানীয় মানুষ খুবই সম্মান দেখায়। সেগুলো খুবই ভালোলাগে।”

এরপরই নিজের এবং লক্ষ‍্য নিয়ে বিরাট বলেন,” আমাদের দলে সবাই পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এমন বড় প্রতিযোগিতায় চাপ কীভাবে বজায় রাখতে হয়, সেটা আমরা সবাই জানি। আসলে চাপ বজায় রেখে বড় ও কঠিন ম্যাচ জিতলে পারলে এমনিতেই আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায়। এবার আমাদের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। তবে আমরা কিন্তু পরবর্তী ম্যাচ খেলার আগে বাড়তি চাপ একদম নিচ্ছি না। বরং একদম রিল্যাক্স আছি।”

রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরাট বলেন,”আমাদের লক্ষ্য এক। আমাদের ভাবনাচিন্তা এক। আমাদের ভিশন এক। ভারতের জয় ছাড়া আর কিছুই ভাবছি না। সেটা নিয়েই আমরা দুজন সবসময় আলোচনা করি। রোহিত কোনও বিষয় নিয়ে জানতে চাইলে আমি সবসময় এগিয়ে এসে সাহায্য করি। আমি অধিনায়ক থাকার সময় রোহিত এভাবেই আমাকে সাহায্য করত। এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আসলে সেই ২০০৭ সালের পর আমরা টি-২০ বিশ্বকাপ হাতে তুলিনি। এবার সেই খরা মিটিয়ে ফেলতে আমরা বদ্ধপরিকর।”

আরও পড়ুন:দলের সঙ্গে জন্মদিন পালন বিরাট কোহলির, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের