Wednesday, November 5, 2025

প্রতি ম‍্যাচে গোলের সুযোগ নষ্ট করছে ইস্টবেঙ্গল এফসি, হতাশ স্টিফেন

Date:

ডার্বি হারের পর শুক্রবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইস্টবেঙ্গল এফসি। সেই ম‍্যাচেও হারের মুখ দেখে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। এই হারে হতাশ লাল-হলুদ কোচ। অনুশীলনে এত পরিশ্রম করা সত্ত্বেও ম্যাচে নেমে ফুটবলারদের ঘাবড়ে যাওয়া এবং সুযোগ নষ্ট করাটা মেনে নিতে পারছেন না লাল-হলুদ কোচ। তবে ম‍্যাচ হারলেও ভাবতে রাজি নন স্টিফেন। বরং পরবর্তী ম‍্যাচে ভুল শুধরে নেওয়ার কথা বললেন তিনি।

চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,” আমি এখানে অজুহাত দিতে আসিনি। আমরা দু-তিনটে গোলের সুযোগ পেয়েছি। তার মধ্যে একটাও কাজে লাগাতে পারলে বিরতিতে আমরা ১-০-য় এগিয়ে থাকতে পারতাম। তা হলে ম্যাচটাই অন্য রকম হত। গোলের সামনে আমাদের আরও সতর্ক হতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভাল খেলেছি। তবে ওরা কর্নার থেকে অনায়াসে একটা গোল পেয়ে যায়। যা খুবই হতাশাজনক। ওই গোলটা খাওয়া উচিত হয়নি। গোলের পরে ওদের যখন একজন কমে গেল, তার কিছুক্ষণ পরেই আমাদেরও একজনকে মাঠ ছাড়তে হল। এই ধরনের ভুল করলে চলে না। এই ভুলগুলোরই খেসারত দিতে হল আমাদের।”

প্রতি ম‍্যাচে গোল করার সুযোগ নষ্ট করছে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইন। যার খেসারত প্রতি ম‍্যাচে দিতে হচ্ছে দলকে। এই নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” আমি জানি না, এই প্রশ্নের কী উত্তর দেব। অনুশীলনে আমরা যথেষ্ট অনুশীলন করি। যাতে বল গোলের বাইরে দিয়ে না চলে যায়, সে জন্য। একেকটা মুভের ক্ষেত্রে দু-তিনবার করে অনুশীলন করানো হয়, যেখানে গোলরক্ষককে রাখা হয়। তারপরেও যদি এই সব ভুল হয়, তা হলে তা খুবই হতাশাজনক। আমরা যদি সুযোগ তৈরি করতে না পারতাম, তা হলে আমি আরও চিন্তিত হতাম। কিন্তু সেটা তো হচ্ছে না। জেতা ম্যাচ হেরে যাচ্ছি। তবে এই নিয়ে আর এখন ভাবতে চাই না। এখন পরবর্তী ম‍্যাচ বেঙ্গালুরু এফসি। বিএফসির ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে। সেই ম‍্যাচে ভুল গুলো শুধরানোর চেষ্টা করতে হবে।”

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version