Friday, August 22, 2025

মিউজিক কনসার্টে চরম বিশৃঙ্খলা! ইন্দোনেশিয়ায় পদপিষ্ট হয়ে জ্ঞান হারালেন কমপক্ষে ৩০

Date:

ইন্দোনেশিয়ায় (Indonesia) মিউজিক কনসার্ট (Music Concert) চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট (Stampede) হয়ে জ্ঞান হারালেন কমপক্ষে ৩০ জন। শুক্রবার ইন্দনেশিয়ার রাজধানী জাকার্তার (Jakarta) কাছে একটি মিউজিক কনসার্টের আয়োজন করা হয়। জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড (South Korean Band) কে-পপ (K PoP) ব্যান্ড এনসিটি-র (NCT) গান শোনার জন্য এদিন মারাত্মক ভিড় হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠান চলাকালীন দর্শকরা মঞ্চের দিকে এগোতে থাকে। আর সেইসময় আচমকাই মঞ্চের সামনের ব্যারিকেড (Barricade) ভেঙে পড়ে। এরপর অনেকেই মাটিতে পড়ে যান। তারপরই তাঁদের উপর দিয়ে চলে যান পিছনের দর্শকরা। এরপরই পদপিষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন ৩০ জনের। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় কনসার্ট (Concert)।

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর, কনসার্ট চলাকালীন ওই ব্যান্ডের তরফে দর্শকদের বিনামূল্যে উপহার (Free Gifts) দেওয়া হচ্ছিল। সেই উপহার পেতেই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। এদিকে পদপিষ্ট হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ক্ষমাপ্রার্থনা (Apology) করেছে ব্যান্ডটি। তাঁদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমরা দর্শকদের আমরা হতাশ করেছি। ওইভাবে উপহার বিলি করা আমাদের উচিত হয়নি। নিহতদের পরিবারকে ব্যান্ডের তরফে সমবেদনা জানানো হয়েছে। প্রসঙ্গত, দুর্ঘটনার পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও পরদিন ফের কনসার্টের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত মাসেই ইন্দোনেশিয়ায় ঘরোয়া ফুটবল লিগ ম্যাচ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃ*ত্যু হয় ৪০ জন শিশু-সহ ১৩০ জনের। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মালাং (Malang) শহরে ঘরোয়া লিগে মুখোমুখি হয়েছিল পারসেবায়া সুরাবায়া ও আরেমা মালাং। আরেমা মালাংকে ৩–২ ব্যবধানে পারসেবায়া পরাজিত করার পর বিশৃঙ্খলা শুরু হয়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version