Thursday, August 28, 2025

ভেন্টিলেশন মুক্ত ঐন্দ্রিলা, “ভালো সাড়া” দিচ্ছেন সব্যসাচীর ডাকে: জানালেন মা শিখা

Date:

৬ দিনের লড়াইয়ের পর কিছু অবস্থার উন্নতির অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Oindrila Sharma)। সোমবার ভেন্টিলেশন (Ventilation) থেকে বার করা হয়েছে অভিনেত্রীকে। শ্বাসপ্রশ্বাস আগের থেকে অনেকটাই স্বাভাবিক বলে জানান তাঁর সঙ্গী সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhury)। ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান, সব্যসাচীর ডাকে “ভালো সাড়া” দিচ্ছেন তাঁর মেয়ে।

দীর্ঘ লড়াইয়ের পর ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতিতে খুশি পরিজনরা। তাঁর শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটা স্বাভাবিক বলেই জানান সব্যসাচী। শিখা বলেন, সব্যসাচীর কথায় ভাল সাড়া দিচ্ছে ঐন্দ্রিলা। বন্ধুর উপস্থিতিতে মেয়ের হৃদ্‌পিণ্ডের স্পন্দনের হার এবং শরীরে অক্সিজেনের মাত্রার হেরফের হচ্ছে বলে দাবি ঐন্দ্রিলার মায়ের। তবে এখনও মেয়ের জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন শিখা।

ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতির জন্য ‘স্টিমুলেটিং থেরাপি’ দেওয়া হচ্ছে। কী সেই স্টিমুলেটিং থেরাপি? শিখা বলেন, ‘‘ওর দিদি, বাবা ওর পাশে গিয়ে ওর ছোটবেলার গল্প করছে। ওর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তগুলি নিয়ে কথা বলছে। চিকিৎসকেরা আশা দিচ্ছেন।’’

সোমবার ফেসবুকে সব্য‌সাচী লেখেন, ‘‘হাসপাতালে ৬ দিন পূর্ণ হল আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।’’ ঐন্দ্রিলার লড়াইয়ের ক্ষমতায় আশা চিকিৎসকদেরও।

আরও পড়ুন- কোন্নগরের সরকারি জমি দখল করে CPIM-র পার্টি অফিস! বন্ধ করল পুলিশ

 

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version