আল কা*য়দা জঙ্গি সন্দেহে জম্মুতে গ্রেফতার বাংলার যুবক

আল-কায়েদা জঙ্গি সন্দেহে জম্মু-কাশ্মীরের রামবান জেলায় এক যুবককে গ্রেফতার(Arrest) করল পুলিশ। জানা গিয়েছে দ্রুত ওই যুবকের নাম আমিউদ্দিন খান(Amiuddin Khan)। এবং তার বাড়ি পশ্চিমবঙ্গের(West Bengal) হাড়োয়াতে। তার বাবার নাম মোস্তফা খান।

 

জম্মু-কাশ্মীর পুলিশে তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা আমিরুদ্দিন খান রামবান রামবান জেলায় গা ঢাকা দিয়ে ছিল। সোমবার বেশকিছু গোলাবারুদ-সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি চিনা গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। জানানো হয়েছে, ভারতীয় অস্ত্র আইনের ৭/২৫, বিস্ফোরক আইন এবং ইউএপিএ আইনের ১৩ ও ২০ নম্বর ধারায় ওই জঙ্গির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কখন ও কোথায় ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি উপত্যকার পুলিশ।

Previous articleভেন্টিলেশন মুক্ত ঐন্দ্রিলা, “ভালো সাড়া” দিচ্ছেন সব্যসাচীর ডাকে: জানালেন মা শিখা
Next articleলোকসভা ভোট পর্যন্ত নানা ঘটনা ঘটবে, তবে বাংলা মমতারই থাকবে! তাৎপর্যপূর্ণ মন্তব্য শতাব্দীর