Sunday, November 9, 2025

ভেন্টিলেশন মুক্ত ঐন্দ্রিলা, “ভালো সাড়া” দিচ্ছেন সব্যসাচীর ডাকে: জানালেন মা শিখা

Date:

৬ দিনের লড়াইয়ের পর কিছু অবস্থার উন্নতির অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Oindrila Sharma)। সোমবার ভেন্টিলেশন (Ventilation) থেকে বার করা হয়েছে অভিনেত্রীকে। শ্বাসপ্রশ্বাস আগের থেকে অনেকটাই স্বাভাবিক বলে জানান তাঁর সঙ্গী সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhury)। ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান, সব্যসাচীর ডাকে “ভালো সাড়া” দিচ্ছেন তাঁর মেয়ে।

দীর্ঘ লড়াইয়ের পর ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতিতে খুশি পরিজনরা। তাঁর শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটা স্বাভাবিক বলেই জানান সব্যসাচী। শিখা বলেন, সব্যসাচীর কথায় ভাল সাড়া দিচ্ছে ঐন্দ্রিলা। বন্ধুর উপস্থিতিতে মেয়ের হৃদ্‌পিণ্ডের স্পন্দনের হার এবং শরীরে অক্সিজেনের মাত্রার হেরফের হচ্ছে বলে দাবি ঐন্দ্রিলার মায়ের। তবে এখনও মেয়ের জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন শিখা।

ঐন্দ্রিলার শারীরিক অবস্থার উন্নতির জন্য ‘স্টিমুলেটিং থেরাপি’ দেওয়া হচ্ছে। কী সেই স্টিমুলেটিং থেরাপি? শিখা বলেন, ‘‘ওর দিদি, বাবা ওর পাশে গিয়ে ওর ছোটবেলার গল্প করছে। ওর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তগুলি নিয়ে কথা বলছে। চিকিৎসকেরা আশা দিচ্ছেন।’’

সোমবার ফেসবুকে সব্য‌সাচী লেখেন, ‘‘হাসপাতালে ৬ দিন পূর্ণ হল আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।’’ ঐন্দ্রিলার লড়াইয়ের ক্ষমতায় আশা চিকিৎসকদেরও।

আরও পড়ুন- কোন্নগরের সরকারি জমি দখল করে CPIM-র পার্টি অফিস! বন্ধ করল পুলিশ

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version