Wednesday, November 12, 2025

হাইকোর্টে বড় ধাক্কা শুভেন্দুর, আদালত অবমাননার মামলা খারিজ

Date:

বড় ধাক্কা খেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আদালত অবমাননার মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন।

আরও পড়ুন:বিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্রে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু: সুতাহাটায় তীব্র আক্রমণ কুণালের

গত ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে শহিদ স্মরণ সভার আয়োজন করে বিজেপি। সেখানে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু নেতাইয়ে তাঁকে ঢুকতে বাঁধা দেয় পুলিশ বলে অভিযোগ। এই মর্মে কলকাতা হাই কোর্টে ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধের আদালতে অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলাতেই এই নির্দেশ দেন বিচারপতি।

২০১১ সালে নেতাইয়ের গণহত্যা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেয়। তারপর থেকে প্রতি বছর ৭ জানুয়ারি শহিদবেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী । চলতি বছরেও একই পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শুভেন্দুর অভিযোগ, সেই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। শুভেন্দুর দাবি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছিলেন বাংলার যেকোনও প্রান্তে যেতে পারেন তিনি। তা সত্ত্বেও তাঁকে নেতাইতে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু।

হাই কোর্ট রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করে।কেন নেতাইতে ঢুকতে বাধা হল, এ সংক্রান্ত তথ্যের খোঁজে রাজ্য পুলিশের ডিজিকে আদালতে তলবও করা হয়। সেই তলবে সাড়া দিয়ে হাজিরাও দেন মনোজ মালব্য। এবার ওই মামলাই খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version