Monday, August 25, 2025

রাজস্ব ঘাটতি বাবদ ১৪ রাজ্যকে ৭১৮৩ কোটি দিল কেন্দ্র, সর্বোচ্চ অনুদান পেল বাংলা

Date:

রাজস্ব ঘাটতি বাবদ কেন্দ্রীয় ক্ষতিপূরণ পেল রাজ্য। এই দফায় সোমবার প্রায় ১ হাজার ১৩২ কোটি ২৫ লক্ষ টাকা মিলেছে বলে অর্থ দফতর সূত্রে জানা গেছে। তবে শুধু বাংলাই নয়, এই ক্ষতিপূরণ পেয়েছে দেশের আরও ১৩টি রাজ্য।এই দফায় রাজস্ব ঘাটতি খাতে কেন্দ্রের মোট বরাদ্দের পরিমাণ ৭ হাজার ১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকেরতরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের ১৪টি রাজ্যকে এই রাজস্ব ঘাটতি প্রদানের কথা জানানো হয়েছে। দেশের যে ১৪টি রাজ্যকে এই খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে তার মধ্যে বাংলাকেই সর্বোচ্চ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ টাকা দেওয়া হয়েছে দক্ষিণ ভারতের বাম শাসিত রাজ্য কেরলকে। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, এই টাকা চলতি বছরে প্রদেয় অষ্টম কিস্তির অর্থ। এই নিয়ে রাজ্যগুলিকে চলতি বছরে রাজস্ব বাবদ মোট ৫৭ হাজার ৪৬৭ কোটি ৩৩ লক্ষ টাকা দিল মোদি সরকার।

এদিন কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফে আরও একটি বিষয় জানানো হয়েছে। আর তা হল, রাজস্ব ঘাটতি বাবদ ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যগুলি মোট ৮৬ হাজার ২০১ কোটি টাকা পাবে। ১৫তম অর্থ কমিশনের সুপারিশেই এই অনুদান দেওয়া হয়েছে। সংবিধানের ২৭৫ নম্বর অনুচ্ছেদের আওতায় এই অনুদান দেওয়া হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে রাজ্যের যত রাজস্ব ঘাটতি, সেই রাজ্যকে বেশি পরিমাণে এই অনুদান দেওয়ার একটি প্রবণতা থাকে। এ ব্যাপারে অর্থ কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বাংলা ও কেরল ছাড়াও দেশের যে যে রাজ্যগুলি এই অনুদান পেয়েছে, সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা ও উত্তরাখণ্ড।

আরও পড়ুন- বিজ্ঞপ্তি জারি করে টেটে বাতিল হওয়া ২৬৮ জনের চাকরি ফেরাল পর্ষদ!

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version