Saturday, August 23, 2025

বিরাট সম্মানে কোহলি। আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। সেই পুরস্কারই পেলেন তিনি। আইসিসি হল অফ ফেমের অন্তর্গত ক্রিকেটার, প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং সমর্থকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।

আইসিসির এই পুরস্কার পেয়ে কোহলি বলেন, “অক্টোবর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত আমি। গোটা বিশ্বজুড়ে সমর্থকরা যে ভালবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমার পুরস্কার দলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার ভাল খেলার পিছনে ওদের অনেক অবদান রয়েছে।”

কোহলির সঙ্গে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকান্দর রাজা। তাঁদের পিছনে ফেলে সেরার শিরোপা পেয়েছেন বিরাট।

চলতি টি-২০ বিশ্বকাপে পাঁচ ম‍্যাচের মধ‍্যে চারটি ম্যাচে ২২০ রান করেছেন কোহলি। গড় ১১০.০০। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখান কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে একাই দলকে জিতিয়েছিলেন তিনি। ৫৩ বলে ৮২ রান অপরাজিত ছিলেন কোহলি। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন তিনি। ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পাননি কোহলি। ১১ বলে ১২ রান করে তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি প্রতিযোগিতার তৃতীয় অর্ধশতরান আসে কোহলির ব্যাট থেকে। ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৬ রান করেন কোহলি।

আরও পড়ুন:রোহিত শর্মার সঙ্গে দেখা করার জন‍্য খেসারত দিতে হল এক কিশোরকে

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version