Tuesday, November 4, 2025

রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে যেতে চায় কেরল সরকার! প্রতিবাদে নামতে তৈরি বিজেপিও

Date:

সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী (Governor Chief Minister) সংঘাত। এবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে কেরলের পিনারাই বিজয়ন সরকার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করেছে সে রাজ্যের বাম সরকার। সূত্রের খবর, বাম জোট সরকার ইতিমধ্যেই ফলি এস নরিম্যানের (Fali Sam Nariman) পরামর্শ চেয়েছে।

শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনও চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে সিপিএম (CPM) শীর্ষ নেতৃত্ব। এদিকে শনিবার থেকেই দলের দু’দিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। সেখানে এ বিষয়ে রাজ্য সরকারকে সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এপিজে আব্দুল কালাম টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তাবেও সায় দিয়েছে রাজ্য কমিটি। আর এই পরিস্থিতিতে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের উপরে চাপ বাড়াতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে সিপিএম। কেরলে শাসক ফ্রন্ট এলডিএফের ডাকে রাজভবন অভিযানে সামিল হতে চলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। সিপিএমের অভিযোগ, কেরলে রাজ্যপাল আরিফ আরএসএস (RSS) এবং বিজেপির (BJP) দেখানো পথেই হাঁটছেন। নিজের ক্ষমতার ‘অপব্যবহার’ করছেন, শিক্ষা ক্ষেত্রে ‘অস্থিরতা’ তৈরি করতে চাইছেন। আর সেকারণেই আগামী ১৫ নভেম্বর রাজভবন (Rajbhawan) অভিযানের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লি সফরে গিয়ে রাজ্যপাল আরিফ কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। রাজ্যপালের অভিযোগ, মুখ্যমন্ত্রী বিজয়ন রাজভবনের ‘সম্মতি’ না নিয়ে বিদেশ সফরে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বিদেশে থাকাকালীন সরকার পরিচালনার কী ব্যবস্থা ছিল, তা-ও রাজ্যপালকে জানানো হয়নি। আর সেই নিয়েই বেজায় চটেছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

তবে বিজেপির (BJP) রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনের পাল্টা অভিযোগ, রাজ্যপাল নন সিপিএমই রাজ্যপালকে চোখ রাঙাচ্ছে। বাম সরকার আইনের শাসন মানছে না। আর এই অভিযোগেই আগামী ১৮ ও ১৯ নভেম্বর পাল্টা প্রতিবাদ কর্মসূচি  পালন করবে বিজেপি।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version