Wednesday, November 12, 2025

মাস্কের দেখানো পথেই জুকারবার্গ! “ভুল স্বীকার” করে কর্মীদের ফিরে আসার নির্দেশ টুইটারের

Date:

টুইটার (Twitter) প্রধান এলন মাস্কের (Elon Musk) দেখানো পথেই এবার পা বাড়াচ্ছে মেটা (Meta)। গণছাঁটাইয়ের (Mass Retrenchment) পথে হাঁটতে চলেছে মার্ক জুকারবার্গের (Mark Zukerberg) সংস্থাও। সূত্রের খবর, চলতি সপ্তাহের বুধবারের মধ্যেই সংস্থা থেকে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছে, গত সেপ্টেম্বরেই মেটা একটি লিস্ট প্রকাশ করে জানায় প্রায় ৮৭ হাজারেরও বেশি কর্মী রয়েছে তাদের। কিন্তু এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে বহু কর্মীই কর্মহীন হয়ে পড়বেন। আর এই রিপোর্ট সামনে আসার পরই স্বাভাবিকভাবে দুশ্চিন্তা বেড়েছে সকলের।

চলতি বছরে বড়সড় পতনের মুখে পড়েছে মেটার স্টক। পরিসংখ্যান বলছে, শেয়ারের মোট ৭৩ শতাংশ কমেছে চলতি বছরে। ২০১৬-র পর থেকেই বড় পতন দেখা দিয়েছে কোম্পানির শেয়ারে। আর এবছর মেটার শেয়ারের মূল্য প্রায় ৬৭ বিলিয়ন ডলার কমেছে, যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা। আর সেকারণেই ৮৭ হাজারেরও বেশি কর্মচারীকে বরখাস্ত (Dismissed) করার পরিকল্পনা রয়েছে মার্ক জুকারবার্গের সংস্থার।

অন্যদিকে, নতুন দায়িত্ব নিয়েই সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন মালিক এলন মাস্ক। কিন্তু মাত্র দিন দুয়েকের মধ্যেই তাদের চাকরিতে ফিরে আসার নির্দেশ দিল টুইটার। রবিবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, যাদেরকে ফিরে আসতে বলা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে জানানো হয়েছে তাদেরকে ‘ভুলবশত’ ছাঁটাই করা হয়েছিল। তবে সম্প্রতি টুইট করে এলন মাস্ক জানিয়েছিলেন, কোম্পানির আকাশছোঁয়া ক্ষতির কারণে কর্মী ছাঁটাই করা হয়েছে। তিনি কর্মী ছাঁটাইয়ের বিষয়ে লেখেন, দুর্ভাগ্যবশত যখন কোম্পানিটির যখন প্রতিদিন ৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয় তখন এছাড়া আর অন্য কোনও বিকল্প নেই।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version