Tuesday, November 11, 2025

জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’-এর বয়স পরীক্ষায় পুরাতত্ত্ববিদদের মত চাইলো আদালত

Date:

জ্ঞানবাপী মসজিদে(Gyan Bapi Mosque) পাওয়া সেই তথাকথিত শিবলিঙ্গের বয়স নির্ধারণের পরীক্ষা সম্ভব কিনা তা জানতে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত চাইলো এলাহাবাদ হাইকোর্ট(Allahabad High Court)। পুরাতত্ত্ব বিভাগের প্রধানকে এ বিষয়ে লিখিতভাবে তার মতামত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। কার্বন ডেটিং পদ্ধতির(carbon dating process) সাহায্যে ‘শিবলিঙ্গের’ বয়স পরীক্ষার বিষয়ে মত চাওয়ার পাশাপাশি সোমবার এএসআইয়ের প্রধানকে আদালত নির্দেশ দিয়েছে, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের মাধ্যমে জ্ঞানবাপী মন্দিরের অন্দরে পরীক্ষার জন্য খননকার্য চালানো সম্ভব কি না, তা জানাতে।

উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদে হিন্দু দেবদেবীর অস্তিত্বের দাবি জানিয়ে পুজোর অনুমতি চেয়ে আদালতে মামলা করেছিলেন পাঁচ জন। তারই প্রেক্ষিতে মসজিদের অন্দরের ভিডিয়ো সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বারাণসীর নিম্ন আদালত। এরপরই হিন্দু পক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয় গত ২২ সেপ্টেম্বর। তবে ১৪ অক্টোবর সে আবেদন খারিজ করে দেয় বারাণসী জেলা আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দু পক্ষ। হিন্দু-পক্ষের আবেদনের ভিত্তিতে জ্ঞান ব্যাপী মসজিদে এই ধরনের কোন পরীক্ষা চালানো সম্ভব কিনা তা পুরাতত্ত্ব বিভাগের কাছে বিশদে জানতে চাইল আদালত ।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে ভেতর পর্যবেক্ষক দলের ভিডিয়োগ্রাফির রিপোর্টে মসজিদের ওজুখানার জলাধারে শিবলিঙ্গের মতো আকৃতির একটি কাঠামোর খোঁজ পাওয়া যায়। এটি কে শিবলিঙ্গ বলে দাবি করে হিন্দু। যদিও মুসলিম পক্ষে তরফে পাল্টা দাবি করা হয়, সেটি আসলে ফোয়ারা। এই জটিলতা কাটাতেই ওই তথাকথিত শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের আবেদন জানায় হিন্দু পক্ষ। যদিও ‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণে কার্বন ডেটিং পদ্ধতির প্রয়োগ নিয়ে অবশ্য ধন্দ রয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে।

Related articles

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...
Exit mobile version