Friday, November 28, 2025

যুদ্ধ পরিস্থিতির মাঝেই রাশিয়া সফরে বিদেশমন্ত্রী জয়শংকর, কথা হবে পুতিনের সঙ্গে

Date:

Share post:

রাশিয়ান(Russia) যুদ্ধ পরিস্থিতি উত্তরোত্তর বেড়েই চলেছে। পরমাণু হামলানো হুঁশিয়ারি শোনা গিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের(Vladimir Putin) মুখে। এই পরিস্থিতির মাঝেই দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। জানা গিয়েছে এই শহরে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভের পাশাপাশি আলাদা করে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের সঙ্গে। সামনেই জি-২০ সম্মেলনের আগে জয় শংকরের এই রাশিয়া সফল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, “রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী। সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই এই বৈঠকে আলোচনা করা হবে। সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করবে দুই দেশ।” তবে রাশিয়ার বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি। যদিও সূত্রের খবর এই বৈঠক হতে চলেছে।

পাশাপাশি বৈঠকের আলোচ্য বিষয় প্রসঙ্গে কিছুটা আভাস দিয়ে সাংবাদিক বৈঠকে বাগচি জানিয়ে দেন, “বিদেশমন্ত্রী অবশ্যই ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করবেন। তবে বৈঠকে কী আলোচনা হতে পারে, তা নিয়ে আগে থেকে কিছু অনুমান করা যায় না।” উল্লেখ্য, পরের সপ্তাহেই জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই সম্মেলনেই প্রথম বার মুখোমুখি হবেন পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বরাবর নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে নয়াদিল্লি। কিন্তু একই বৈঠকে রাশিয়া ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি হয়ে কীভাবে নিজের অবস্থান বজায় রাখবে ভারত, সেই কৌশল ঠিক করতেই এই সফর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...