টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর! আজ রাতেই বেরোতে পারে ২০১৭-এর ফলাফল  

টেট (TET) নিয়ে বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education)। সোমবারই ২০১৭ সালের পরীক্ষার্থীদের ফলাফল (Results Out) প্রকাশিত হতে পারে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul)। ২০১৪ ও ২০১৭ সালে টেট পরীক্ষা হলেও হলেও পরীক্ষার্থীরা নিজেদের নম্বর জানতে পারেননি। যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সেই প্রসঙ্গে এদিন পর্ষদ সভাপতি জানান, এবার থেকে টেট পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের নম্বর (Number) ও সার্টিফিকেট (Certificate) দেওয়া হবে। তবে কিছু আইনি জটিলতার (Legal Complications) কারণে পরীক্ষার নম্বর প্রকাশের ক্ষেত্রে দেরি হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরও জানান, ২০১৭ সালে টেট পাশ করেন ৯,৮৯৬ জন। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করে সোমবার রাতের মধ্যেই আমরা চেষ্টা করছি পরীক্ষার ওয়েবসাইটে দিয়ে দেওয়ার। পাশাপাশি ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের রেজাল্টও চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।

এছাড়াও ২০২২ সালের ১১ ডিসেম্বর পরবর্তী টেট পরীক্ষা হবে বলেও এদিন সাফ জানিয়েছেন গৌতম। তিনি বলেন, স্বচ্ছতা মেনে চলতি বছর ১১ হাজার ৭৬৫ নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি এবছর টেটের ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই শংসাপত্র দিয়ে দেওয়া  দেওয়া হবে বলেও আশ্বাস পর্ষদ সভাপতির।