Thursday, November 13, 2025

১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে: রাজ্যকে আশ্বাস গিরিরাজের

Date:

মুখ্যমন্ত্রীর বারবার আবেদন, রাজ্য সরকারের (State Government) তরফে চিঠি। অবশেষে একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যকে আশ্বাস দিল কেন্দ্র। সোমবার, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) দিল্লিতে একশো দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ-সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বকেয়া অর্থ দ্রুত মেটানোর বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলে জানান প্রদীপ। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, গত প্রায় ১০ মাস ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র (Centre)। এই খাতে রাজ্যের বকেয়া প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা।

রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, পঞ্চায়েত স্তরে টাকা খরচের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে ‘অস্পষ্টতা’ আছে বলে জানায় কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরের কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছিলেন, সমস্ত নথি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। সোমবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানান, যে যে বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রশ্ন বা ধন্দ ছিল, সেগুলির সব ক’টিরই নিরসন করা হয়েছে। রাজ্যের তরফে পাঠানো নথি দেখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বলে দাবি করেন প্রদীপ। “আশা করি, খুব দ্রুত সব কিছু মিটে যাবে।”

আরও পড়ুন- টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর! আজ রাতেই বেরোতে পারে ২০১৭-এর ফলাফল  

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version