Tuesday, August 26, 2025

আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, কলকাতায় কখন দেখা যাবে গ্রহণ জেনে নিন

Date:

আজ রাসপূর্ণিমা।আজ মঙ্গলবারই চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আগামী ৩ বছর আর দেখা যাবে না। তাই গ্রহণ দেখার অপেক্ষায় প্রহর গুণছেন আগ্রহীরা। ভারত ছাড়াও  উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আরও পড়ুন:Lunar Eclipse:বুদ্ধ পূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণের কী প্রভাব জানেন

কখন ও কতক্ষণ চলবে গ্রহণ

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, পূর্ণগ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায় তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। পূর্ণ গ্রহণ চলবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত দেখা যাবে চাঁদের আংশিক গ্রহণ।

দিল্লিতে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। বিকেল ৫টা ২৮ মিনিটে গ্রহণ দেখা যাবে। সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৩১ মিনিটে। গ্রহণ চলবে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। দিল্লির মতো মুম্বইয়েও আংশিক গ্রহণ দেখার সুযোগ মিলবে। মুম্বইতে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে গ্রহণ দেখা যাবে। আংশিক গ্রহণ দেখা যাবে বেঙ্গালুরুতেও। সেখানে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভাল দেখা যাবে ৫টা ৫৭ মিনিটে। নাগপুরে আংশিক গ্রহণ শুরু হবে বিকে ৫টা ৩২ মিনিটে। গ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে।

নাসার তরফে জানানো হয়েছে, এদিনের গ্রহণের বিশ্বষত্ব হল লাল চাঁদ। পৃথিবীর ছায়া বা ‘আমব্রা’ চাঁদের এই লাল রঙ তৈরি করে। ঠিক যে কারণে সকালে নীল রঙের আকাশ দেখা যায়, সূর্যাস্তের সময় যে কারণে আকাশের একাংশ লালচে দেখায়, সেই কারণেই চাঁদের রঙও কখনও কখনও হয় লাল। নাসা জানিয়েছে, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে থাকা ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয় বলেই চাঁদের ওই রঙ চোখে পড়ে পৃথিবীবাসীর।

ভূ-বিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, কলকাতা, গুয়াহাটির মতো দেশের পূর্ব প্রান্তের শহরগুলিতে মঙ্গলবার যখন চাঁদ উঠবে, তখন পূর্ণগ্রাস গ্রহণ চলবে। কিন্তু দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরে চাঁদ উঠতে উঠতে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে যাবে। ফলে ওই সমস্ত এলাকা থেকে চাঁদের আংশিক গ্রহণ দেখা যাবে।

প্রসঙ্গত, চলতি বছরেই দীপাবলির পরের দিন বছরের শেষ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আর একমাস যেতে না যেতেই বছরের শেষ চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস ।মঙ্গলবারের পর তিন বছর বাদে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ১৪ মার্চ।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version