বড় সাফল্য এসটিএফের! চলন্ত ট্রেন থেকে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক পাচারকারীকে গ্রেফতার

0
1

রাজ্যজুড়ে তৎপর রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করতে মরিয়া তারা। এবার আগ্নেয়াস্ত্র সহ রাজ্যপুলিশের এসটিএফের জালে ধরা পড়ল এক অস্ত্র পাচারকারী। ধৃতের নাম তপন সাহা। আগ্নেয়াস্ত্র সহ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের চলন্ত ট্রেন থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে দুটি ৭ এমএম পিস্তল এবং দুটি সিঙ্গল শাটার পিস্তল উদ্ধার করেছেন তদন্তকারীরা। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায় বলে খবর। জিআরপি-তে একটি মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।

আরও  পড়ুন:সাতসকালেই চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ

পুলিশের তরফে খবর, ধৃত তপনের বাড়ি হাবড়ার মানসবাড়ি এলাকায়। সোমবার রাতের দিকে অস্ত্র নিয়েই সে হাবড়াগামী ট্রেনে উঠেছিল। এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করে। ধৃত তপন সাহা সম্পর্কে জানা ছিল তদন্তকারীদের। সে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রগুলি নিজের বাড়িতে মজুত করার জন্যই কি হাবড়া যাচ্ছিল সে নাকি সেখানে কারও কাছে তা পাচার করা হত? এই প্রশ্নের উত্তর খুঁজছে এসটিএফ।

তপনকে বেশ কয়েকদিন ধরে খুঁজছিল পুলিশ। তার খোঁজে পুলিশের এসটিএফের দল হাবড়ার বাড়িতে হানা দেয়। কিন্তু বাড়িতে পাওয়া যায়নি তাকে। বাড়ির লোক জানান, তপন কোথায় গেছে জানা নেই। ফোন লোকেশন ট্র্যাক করে দেখা যায় তপন রয়েছে মুঙ্গেরে।

মুঙ্গের থেকে ফিরতেই পুলিশ গ্রেফতার করে তাকে। দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে শিয়ালদহ কোর্টে তোলা হবে তপনকে।