Sunday, November 16, 2025

পাঁচ সপ্তাহে চতুর্থবার! মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃ*ত্যু মহিলার

Date:

ফের শিরোনামে মোদির স্বপ্নের বন্দর ভারত এক্সপ্রেস। এবার মোদি রাজ্যে গুজরাটেই দুর্ঘটনার কবলে বন্দে ভারত। মঙ্গলবার আনন্দের কাছে সেমি হাইস্পিড ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হল। পাঁচ সপ্তাহে এই নিয়ে চতুর্থবার দুর্ঘটনার কবলে পড়ল ট্রেনটি।

আরও পড়ুন:ফের মোষের ধাক্কা! থমকালো মোদির সাধের বন্দে ভারত

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টে ৩৭ নাগাদ আনন্দ স্টেশনের কাছে রেললাইন পার হতে গিয়ে বেট্রিস আর্চিবল্ড পিটার নামে ওই মহিলা গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন। আমদাবাদের বাসিন্দা ৫৪ বছরের পিটার আনন্দে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করেন। তারপর থেকেই পরপর দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। তিন দফায় বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মেরেছে গরু-মোষের দলকে। তার মধ্যে গত ৭ অক্টোবর বিকেলে গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের আনন্দ স্টেশনের কাছেই বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মেরেছিল একটি গরুকে। এ বার সেখানে ওই ট্রেনের ধাক্কায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটল।

বন্দে ভারত এক্সপ্রেস দু’মিনিটের সামান্য বেশি সময়ে ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। কিন্তু ঘন বসতিপূর্ণ এলাকায় দ্রুতগতির এই ট্রেন চালানো ঝুঁকির কি না, তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য জানিয়েই দিয়েছেন যে, এই ধরণের ঘটনার ঝুঁকির প্রসঙ্গটি এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি চালু করার আগেই ভাবা হয়েছে। এগুলো এড়ানো যাবে না।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version