Wednesday, November 12, 2025

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ ক্যামাক স্ট্রিট ফাঁকা করতে সহনশীলতা দেখাল কলকাতা পুলিশ

Date:

আজ বুধবার বেলা গড়াতেই চাকরিপ্রার্থীদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শহর৷ প্রথমে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। এরপর সেই বিক্ষোভ ছড়ায় এক্সাইড মোড়ে। টেট চাকরি প্রার্থীরা পুলিশ আধিকারিকদের অনুরোধ এমনকী কোনও পরামর্শই শুনতে রাজি ছিল না। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ তার পর সেই বিক্ষোভ গড়ায় ক্যামাক স্ট্রিটে৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনের রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা৷ অনেক বহিরাগতদের দেখা যায় বিক্ষোভকারীদের উস্কানি দিতে। সেখানেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি৷ পুলিশ পরিস্থিতি সামলাতে কার্যত নাজেহাল হয়ে পড়ে৷ পুলিশ বার বার বিক্ষোভকারীদের অনুরোধ করে ব্যস্ততম রাস্তায় বিক্ষোভ না দেখানোর জন্য।

বহু চাকরিপ্রার্থীকে ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান পুলিশ আধিকারিকরা।

চাকরিপ্রার্থীদের বক্তব্য, কোথাও অভিযোগ জানানোর জায়গা তাঁরা পাননি৷ এমনকী অনেকে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এক্সাইডে বিক্ষোভ সরাতে গেলে বেশ কয়েকজন বিক্ষোভকারী গাড়ির নিচে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

ক্যামাক স্ট্রিটের জমায়েত সরানোর সময় পুলিশের সঙ্গে বচসা বেধে যায়৷ আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷
পুলিশের সাফ কথা, আগে থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি৷ আচমকাই কলকাতার ব্যস্ত ওই এলাকায় চাকরিপ্রার্থীরা জমা হতে শুরু করেন৷ অনেকে মেট্রো করে এসে রবীন্দ্রসদন স্টেশনে নেমে জমায়েতে যোগ দেন।
পরিস্থিতি সামাল দিতে চাকরিপ্রার্থীদের বেসরকারি বাস এবং প্রিজন ভ্যানে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। চাকরিপ্রার্থীদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ অনেকেকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়৷
শেষ পর্যন্ত কলকাতা পুলিশের আধিকারিক ও কর্মীরা সহনশীলতা ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন। বিক্ষোভকারীদের বেসরকারি বাস এবং প্রিজন ভ্যানে সরিয়ে নিয়ে গিয়ে এক্সাইড মোড় ও ক্যামাক স্ট্রিটের মতো ব্যস্ত এলাকা যানজট মুক্ত করা হয়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version