Sunday, November 16, 2025

কত সম্পত্তি দক্ষিণেশ্বরের মন্দিরের? হিসেব না মেলার অভিযোগে মামলা

Date:

কত সম্পত্তি শতাব্দী প্রাচীন দক্ষিণেশ্বরের মন্দিরের (Dakshineswar Temple)? সম্প্রতি দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট তাদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করার পর এই বিষয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সেই নিয়ে মামলার শুনানিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এই মামলা সেবায়েত ও ভক্তদের একটি অংশ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে।
পিটিশনে অভিযোগ-
• কালীপুজোয় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজোয় ভক্তরাকয়েক হাজার শাড়ি ও বিপুল পরিমাণ গয়না দিয়েছিলেন- তার কোনও হিসেব নেই।
• বিপুল পরিমাণ সম্পত্তিরও হিসেব পাওয়া যাচ্ছে না।
• দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে গত কয়েক বছর বিভিন্ন খাতে উন্নতির জন্য ১৩০ কোটি টাকা দিয়েছিল রাজ্য। কেন্দ্রের পক্ষ থেকে ২০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই টাকারও হিসেব নেই।
• মন্দিরের ক্ষমতা একটা অংশ নিজের কব্জায় রেখেছে।
• আদালতের নির্দেশে প্রায় ২০ বছর বাদে হওয়া ট্রাস্টের নির্বাচনেও অনিয়ম হয়েছে।

দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে এইসব অনিয়মের অভিযোগ তুলে মামলায় শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেখানেই এই অভিযোগ করা হয়। পাশাপাশি, মূল মন্দির চত্বরে নির্মিত গেস্ট হাউসের নীচে দোকান বণ্টন পদ্ধতি নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন মামলাকারীরা। ইডি-কে দিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে।
তবে, মন্দিরের পক্ষে দাবি, কোনও অনিয়ম হয়নি। সব কিছুর যথাযথ হিসেব রয়েছে।
দুপক্ষের সওয়াল-জবাবের পরে আগের বিভিন্ন মামলার অর্ডার কপি আদালতে জমা দেওয়া নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৫ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version