Wednesday, November 12, 2025

প্রয়াত হলেন অভিনেত্রী (Actress) দেবশ্রী রায়ের (Debashree Roy) মা আরতি রায় (Arati Roy)। মঙ্গলবার সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় (Aging Problems) ভুগছিলেন তিনি। শেষ কয়েক মাস দেবশ্রীর দিদির বাড়িতেই চিকিৎসা (Treatment) চলছিল তাঁর। মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ আরতি দেবী শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। জীবনের অন্তিম সময়ে পাশে ছিলেন তিন মেয়েই। ছোট থেকেই দেবশ্রীর দক্ষতা আঁচ করে তিনি নাচ, গান অভিনয়ের প্রতি মেয়েকে উৎসাহ জুগিয়েছিলেন। দেবশ্রী নিজেও একাধিকবার জানিয়েছেন, তাঁর অভিনেত্রী হওয়ার নেপথ্যে ছিলেন মা আরতি দেবীই। তবে মায়ের চলে যাওয়ায় একেবারে ভেঙে পড়েছেন মেয়ে দেবশ্রী। তিনি জানান, মা কখন চলে গেলেন বুঝতেই পারিনি। মায়ের জন্যই আজ আমার অভিনেত্রী হয়ে ওঠা। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের শরীরে আর কোনও রোগ ছিল না বলেই জানিয়েছেন অভিনেত্রী।

গত ৯ অগাস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান আরতি দেবী। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। নৃত্যশিল্পী ছিলেন তিনি। সাঁই নটরাজ ডান্স স্কুল (Sai Nataraj Dance School) নামে একটি নাচের স্কুলও চালাতেন। চলতি বছরেই মায়ের জন্মদিনে (Birthday) নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছিলেন দেবশ্রী। অন্যদিকে মুম্বাই থেকে শোকপ্রকাশ করেছেন দেবশ্রীর দিদি তথা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) মা কৃষ্ণা মুখোপাধ্যায় (Krishna Mukherjee)। যদিও শারীরিক সমস্যার কারণে তিনি কলকাতায় আসতে পারেননি বলেই খবর।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version