Friday, August 22, 2025

পড়ুয়াদের সাধ্যের মধ্যেই রাখতে হবে টিউশন ফি, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

শিক্ষা (Education) কখনোই ব্যবসা (Business) হতে পারে না। আর সেকারণে শিক্ষাকে উপার্জনের উপায় (Source of Income) হিসেবে ভাবা যাবে না। টিউশন ফি (Tuition Fees) রাখতে হবে সকলের সাধ্যের মধ্যেই। বুধবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার (Government of Andhra Pradesh) ডাক্তারি শিক্ষার বার্ষিক ফি ২৪ লক্ষ টাকা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই এমন যুগান্তকারী রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত।

৫ বছর আগে অন্ধ্রপ্রদেশ সরকার ডাক্তারি শিক্ষার খরচ বছরে ২৪ লক্ষ টাকা করার সিধান্ত নেয়। একলাফে এই ফি ৭ গুণ বাড়িয়ে দেওয়া হয়। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের করা হয় অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে (Andhra Pradesh High Court)। সেই সময় হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের সিদ্ধান্তের বিরুদ্ধেই রায় দেয়। পরে সেই রায়কেই চ্যালেঞ্জ (Challenge) করে মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতে। বিচারপতি এম আর শাহ ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়কেই বহাল রাখল। শীর্ষ আদালত সূত্রে খবর, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ২০১৭-২০২০ সালের টিউশন ফি বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা হাইকোর্ট বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই রায়ে কোনও ভুল নেই। ডাক্তারি পরীক্ষার ফি ২৮ লক্ষ টাকা বাড়ানোর কোনও যুক্তিই নেই। শিক্ষা কোনও ব্যবসা নয় যে মুনাফা বাড়াতে সেটাকে কাজে লাগানো হবে। টিউশন ফি রাখতে হবে পড়ুয়াদের সাধ্যের মধ্যেই।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের মতে, অন্ধ্রপ্রদেশ সরকারের নেওয়া এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। বিগত বছরগুলিতে এই ফি বৃদ্ধির ধাক্কায় পড়ুয়াদের চড়া সুদে ব্যাংক ও অন্যান্য সংস্থা থেকে ঋণ নিতে হয়েছে। আর যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। আর এমন পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মেডিক্যাল কলেজগুলি যে মামলা করেছিল তাও খারিজ করে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর।

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version