Monday, August 25, 2025

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া (Draft) ভোটার তালিকা (Voter List)। প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩। এখনও পর্যন্ত নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন। অনুপাতের বিচারে পশ্চিমবঙ্গে পুরুষ ভোটারের (Men Voters) নিরিখে মহিলা ভোটারের (Women Voters) হারও যথেষ্ট ভাল। তালিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লক্ষ ২ হাজার ৭৩১। অন্যদিকে, মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৮৮৩ জন।

প্রসঙ্গত, ভোটার তালিকায় ভুয়ো ভোটার (Fake Voters) নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সম্প্রতি সর্বদল বৈঠকেও (All Party Meeting) এই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা (Opponents)। খসড়া তালিকা অনুযায়ী তাৎপর্যপূর্ণভাবে এবার ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জন ভোটার বাদ পড়েছেন। নয়া সংযোজিত ভোটারের তুলনায় সংখ্যাটা প্রায় সাড়ে ১৩ হাজারেরও বেশি। এছাড়াও রাজ্যের সার্ভিস ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৭৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬১৯ জন।

খসড়া তালিকা নিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ এবং সংশোধনের কাজ চলবে। সেই লক্ষ্যে নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে শনি ও রবিবার মোট ৮টি বিশেষ ক্যাম্প হবে বলে জানানো হয়েছে। সংশোধন ও পরিমার্জনের ভিত্তিতে আগামী বছরের ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version