Saturday, November 8, 2025

নাতির মৃ*ত্যু নিয়ে ধোঁয়াশা! দিদার অভিযোগে কবর থেকে তোলা হল শিশুর দেহ

Date:

বাড়ির শৌচাগারে (Bathroom) রাখা জলের বালতিতে ডুবে মৃ*ত্যু হয়েছিল বছর তিনেকের এক শিশুর। এদিকে নাতির মৃ*ত্যু মেনে নিতে না পেরে থানায় অভিযোগ (Complaint) দায়ের করেছিলেন দিদা। আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার কবর থেকে শিশুর দেহ তুলে ময়নাতদন্তের (Post Mortem) অনুমতি পেল পুলিশ। আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকার নোনাডাঙার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃ*ত ৩ বছরের শিশুর নাম রোহন মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, রবিবার পঞ্চান্নগ্রামের বাড়ি থেকে জুতোর কারখনায় (Shoe Factory) কাজে গিয়েছিলেন রোহণের মা সোনি। সেইসময় বাড়িতে ছেলের সঙ্গে ছিলেন বাবা বিজয়। কিন্তু বছর তিনেকের ছেলেকে ঘরে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। আর বাড়ি ফিরতেই তাঁর নজরে আসে শৌচাগারের জল ভরা বালতির মধ্যে পড়ে রয়েছে ছোট্ট রোহন। অনেক চেষ্টা করেও ছেলের জ্ঞান না ফিরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা শিশুটিকে মৃ*ত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মৃ*ত্যুর শংসাপত্র (Death Certificate) না থাকায় শিশুটির দেহ কবর দিতে বেশ বেগ পেতে হয় পরিবারকে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সোমবার সকাল গড়িয়ে যায়। এদিকে শিশুর রহস্যজনক মৃ*ত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে খু*ন করা হয়েছে। শিশুটির বাবা তাকে একদম সহ্য করতে পারতেন না। নোনাডাঙায় থাকাকালীন একরত্তি ওই শিশুকে মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগও রয়েছে বাবার বিরুদ্ধে।

অন্যদিকে স্থানীয়দের সঙ্গে একমত মৃ*ত শিশুর দিদাও। সেকারণেই মঙ্গলবার রোহনের দিদা আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর কবর থেকে শিশুটির দেহ তুলে ময়নাতদন্তের আইনি অনুমতি পাওয়ার পর পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রিপোর্ট হাতে এলেই সমস্ত বিষয়টি পরিষ্কার হবে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version