Monday, August 25, 2025

বাড়ির শৌচাগারে (Bathroom) রাখা জলের বালতিতে ডুবে মৃ*ত্যু হয়েছিল বছর তিনেকের এক শিশুর। এদিকে নাতির মৃ*ত্যু মেনে নিতে না পেরে থানায় অভিযোগ (Complaint) দায়ের করেছিলেন দিদা। আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার কবর থেকে শিশুর দেহ তুলে ময়নাতদন্তের (Post Mortem) অনুমতি পেল পুলিশ। আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকার নোনাডাঙার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃ*ত ৩ বছরের শিশুর নাম রোহন মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, রবিবার পঞ্চান্নগ্রামের বাড়ি থেকে জুতোর কারখনায় (Shoe Factory) কাজে গিয়েছিলেন রোহণের মা সোনি। সেইসময় বাড়িতে ছেলের সঙ্গে ছিলেন বাবা বিজয়। কিন্তু বছর তিনেকের ছেলেকে ঘরে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। আর বাড়ি ফিরতেই তাঁর নজরে আসে শৌচাগারের জল ভরা বালতির মধ্যে পড়ে রয়েছে ছোট্ট রোহন। অনেক চেষ্টা করেও ছেলের জ্ঞান না ফিরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা শিশুটিকে মৃ*ত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মৃ*ত্যুর শংসাপত্র (Death Certificate) না থাকায় শিশুটির দেহ কবর দিতে বেশ বেগ পেতে হয় পরিবারকে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সোমবার সকাল গড়িয়ে যায়। এদিকে শিশুর রহস্যজনক মৃ*ত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে খু*ন করা হয়েছে। শিশুটির বাবা তাকে একদম সহ্য করতে পারতেন না। নোনাডাঙায় থাকাকালীন একরত্তি ওই শিশুকে মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগও রয়েছে বাবার বিরুদ্ধে।

অন্যদিকে স্থানীয়দের সঙ্গে একমত মৃ*ত শিশুর দিদাও। সেকারণেই মঙ্গলবার রোহনের দিদা আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর কবর থেকে শিশুটির দেহ তুলে ময়নাতদন্তের আইনি অনুমতি পাওয়ার পর পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রিপোর্ট হাতে এলেই সমস্ত বিষয়টি পরিষ্কার হবে।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version