Saturday, May 3, 2025

মূল্যবৃদ্ধির বাজারে নিদেন পক্ষে এক টুকরো পিঁয়াজ (Onion) আর সঙ্গে অন্তত ডিম (Egg) ভাজা এই ছিল সহজলভ্য । এবার সেই হেঁসেলে পড়ল কোপ। নাসিক (Nasik) থেকে জোগান কম থাকার কারণে আগেই দাম বেড়েছে পিঁয়াজের (Onion)। এবার সেই তালিকায় যুক্ত হল ডিমের (Egg) নাম। ইতিমধ্যেই কোথাও জোড়া ডিম ১৩, কোথাও ১৪ টাকা। ট্রে-তে একসঙ্গে ৩০টা কিনলেও দামের খুব একটা হেরফের হচ্ছে না, বিপাকে মধ্যবিত্ত !

যতদিন যাচ্ছে সাধারণ মানুষের খাবারের ওপর যেন বেশি করে কোপ এসে পড়ছে। আলু থেকে শুরু করে সাধারণ শীতকালীন সবজি ,মাছ, মাংস এইসব এখন অতীত হতে বসেছে। অন্ততপক্ষে আশা ভরসা ছিল ডিমের উপর কিন্তু এবার সেখানেও নাকানি চোবানি খেতে হচ্ছে মধ্যবিত্তকে। পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি, মুরগির খাবারের দাম গত দু’বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। তাই পাল্লা দিয়ে বাড়ছে মাংস এবং ডিমের দাম। পাশাপাশি ব‌্যবসায়ীদের কথা অনুযায়ী ,দাম বেড়েছে পিঁয়াজেরও। ২৭ টাকা থেকে ৩০ টাকায় পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরো বাজারে তা বিকোচ্ছে ৫০ টাকায়। গত এক সপ্তাহে তার দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫ টাকা। গত দেড় মাসে এক জোড়া ডিমের দাম গড়ে ৩ টাকা করে বেড়েছে। এক ট্রে ডিম মাসখানেক আগেও যেখানে দাম ছিল ১৪০-১৫০ টাকা, সেই দামই ২০০ টাকা ছাড়িয়েছে বাজারে। দোকানদারদের মতে পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরো বাজারে এভাবে দাম বাড়াতে বাধ্য হয়েছেন তাঁরা। পোলট্রির (Poultry) ব্যবসায়ীরা বলছেন অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আনা প্রায় বন্ধ হয়েছে। পাশাপাশি মুরগির খাবারের দাম অনেকটা বেড়েছে । তাই সবকিছুর মধ্যে সামঞ্জস্য রাখতে গেলে বৃদ্ধি করা ছাড়া আর অন্য কোন পথ খোলা নেই। সামনেই কেক পেস্ট্রির মরশুম। এখন সেই বাজারে এই মূল্য বৃদ্ধি কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। পিঁয়াজের দামবৃদ্ধি নিয়ে রাজ‌্য সরকারের কৃষি বিষয়ক টাস্ক ফোর্সের (Task Force) বক্তব্য যোগান কম থাকার কারণে বাধ্য হয়েই বাড়াতে হয়েছে পিঁয়াজের দাম।

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version