Friday, August 22, 2025

জি-২০ সম্মেলনের লোগোয় পদ্ম! আন্তর্জাতিক মঞ্চে দলের প্রচার বিজেপির, সরব কংগ্রেস

Date:

আন্তর্জাতিক মঞ্চে বিজেপি(BJP) দলের প্রচার করার অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে। আগামী বছর জি-টোয়েন্টি(G-20) সম্মেলন উপলক্ষে নতুন লোগো প্রকাশ করেছে ভারত সরকার। আর সেই লোগোতে দেখা গেল পদ্ম ফুলের ছবি। এই পদ্মফুলকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পদ্ম একদিকে যেমন দেশের জাতীয় ফুল সেইসঙ্গে বিজেপির দলীয় প্রতীক। ফলস্বরূপ এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস(Congress)। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে বিজেপি দলের প্রচার করা হচ্ছে শাসক-শিবিরের তরফে।

মঙ্গলবার জি-২০ সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় তরফে একটি লোগো প্রকাশ করা হয়।সেখানে তেরঙ্গায় লেখা রয়েছে জি-২০, একটি পদ্মফুলের উপরে ‘০’ সংখ্যাটি লেখা রয়েছে। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, “সত্তর বছর আগে কংগ্রেসে পতাকাকে দেশের জাতীয় পতাকা হিসাবে বিবেচনা করার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এখন, জি-২০ সম্মেলনের লোগোতে বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল নিজেদের প্রচার করার জন্য কোনও সুযোগ ছাড়ে না।”

বিতর্কিত এই লোগো প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় পতাকার রঙেই সাজিয়ে তোলা হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলনের লোগো। সেই সঙ্গে পৃথিবী ও পদ্মের মিশেল রাখা হয়েছে। চ্যালেঞ্জের মোকাবিলা করেও যে এগিয়ে যাওয়া যায়, তার প্রতীক হিসাবে এই লোগো বানানো হয়েছে। চলতি বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে। সেখান থেকেই পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবে ভারত।

Related articles

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...
Exit mobile version