Sunday, November 9, 2025

জি-২০ সম্মেলনের লোগোয় পদ্ম! আন্তর্জাতিক মঞ্চে দলের প্রচার বিজেপির, সরব কংগ্রেস

Date:

আন্তর্জাতিক মঞ্চে বিজেপি(BJP) দলের প্রচার করার অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে। আগামী বছর জি-টোয়েন্টি(G-20) সম্মেলন উপলক্ষে নতুন লোগো প্রকাশ করেছে ভারত সরকার। আর সেই লোগোতে দেখা গেল পদ্ম ফুলের ছবি। এই পদ্মফুলকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পদ্ম একদিকে যেমন দেশের জাতীয় ফুল সেইসঙ্গে বিজেপির দলীয় প্রতীক। ফলস্বরূপ এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস(Congress)। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে বিজেপি দলের প্রচার করা হচ্ছে শাসক-শিবিরের তরফে।

মঙ্গলবার জি-২০ সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় তরফে একটি লোগো প্রকাশ করা হয়।সেখানে তেরঙ্গায় লেখা রয়েছে জি-২০, একটি পদ্মফুলের উপরে ‘০’ সংখ্যাটি লেখা রয়েছে। বিতর্কের সূত্রপাত এখান থেকেই। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে লিখেছেন, “সত্তর বছর আগে কংগ্রেসে পতাকাকে দেশের জাতীয় পতাকা হিসাবে বিবেচনা করার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এখন, জি-২০ সম্মেলনের লোগোতে বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল নিজেদের প্রচার করার জন্য কোনও সুযোগ ছাড়ে না।”

বিতর্কিত এই লোগো প্রসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় পতাকার রঙেই সাজিয়ে তোলা হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলনের লোগো। সেই সঙ্গে পৃথিবী ও পদ্মের মিশেল রাখা হয়েছে। চ্যালেঞ্জের মোকাবিলা করেও যে এগিয়ে যাওয়া যায়, তার প্রতীক হিসাবে এই লোগো বানানো হয়েছে। চলতি বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে। সেখান থেকেই পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবে ভারত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version