Monday, May 5, 2025

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার ভারতের, কী কী কারণে হারের মুখ দেখল ভারতীয় দল?

Date:

টি-২০ বিশ্বকাপের লজ্জার হার ভারতের। সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারে রোহিত শর্মারা। চলতি টি-২০ বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে কী এমন হল যাতে ইংরেজদের কাছে এরকমভাবে মুখ থুবরে পরতে ভারতীয় দলকে।

সেমিফাইনালে হারের কারণ হিসাবে যা যা উঠে আসছে তা একপ্রকার এরকম।

*) ওপেনিং জুটির ব‍্যাটিং ব‍্যর্থতা:  চলতি টি-২০ বিশ্বকাপে ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল এবং রোহিত শর্মা। রাহুল শেষ দু’ম‍্যাচে রান পেলেও সেমিফাইনালে পাঁচ রানে আউট হন। আর রোহিত আউট হন ২৭ রানে। বড় ম্যাচে বার বার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। রোহিতের মন্থর ব্যাটিংয়ের জন্য পাওয়ার প্লে-তে রান করতে পারেনি ভারত। তার খেসারত দিতে হয় ভারতীয় দলকে।

*) পাওয়ার প্লে-তে কম রান তোলা: পাওয়ার প্লে-তে প্রথম ছ’ওভারে ভারত মাত্র à§©à§® রান তোলে। শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত। জঘন্য শুরু পাওয়ার প্লে’তে। পাওয়ার প্লে’তে এক উইকেটে à§©à§® রান তুলেছিল ভারত। যে কৌশল গ্রুপ লিগে কাজ করলেও সেমিফাইনালের চাপটাই আলাদা। বিশেষত দুর্দান্ত ব্যাটিং পিচে ইংল্যান্ডের বিশাল ব্যাটিং লাইন-আপের সামনে যেটা ভয়ঙ্কর কৌশল ছিল। অথচ ইংল্যান্ড পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৩ রান তোলে। সেখানেই ম্যাচ বেরিয়ে গিয়েছিল ভারতের হাত থেকে।

*) বল হাতে ব‍্যর্থ ভারতীয় দল। জঘন্য পারফরম্যান্স ভুবনেশ্বর কুমারের। এতদিন আন্তর্জাতিক টি-২০ ভুবির সামনে জুজু হয়ে থাকতেন জস বাটলার। বৃহস্পতিবার ভুবিকে তছনছ করতে বাটলার আক্রমণের পথে হাঁটলেন। ২ ওভার বল করে ২৫ রান দেন তিনি। জঘন্য বোলিং অক্ষর প্যাটেলেরও। ভারতের ঘূর্ণি উইকেটে দেখে যে কোনও স্পিনারকে বিবেচনা করা যায় না, তা আবারও প্রমাণ কর দিলেন অক্ষর। এই বিশ্বকাপে তাঁর অবদান কার্যত শূন্য। সেমিফাইনালে ভারতীয় বোলাররা যা বোলিং করছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এছাড়াও ফিল্ডিং ভালো হয়নি ভারতীয় দলের। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মহম্মদ শামি যা করলেন, তার কোনও ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন। যা দেখে রেগে যান অধিনায়ক রোহিত শর্মাও। ক‍্যাচ মিস করেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন:তীরে এসে তরী ডুবলো ভারতের, সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল

 

 

 

Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version