Tuesday, August 26, 2025

নজরে পঞ্চায়েত নির্বাচন, এবার “অধিকার যাত্রা” নিয়ে পথে নামছে বামেরা

Date:

কেন্দ্র ও রাজ্যের শাসক বিরোধী আন্দোলনকে আরও জোরদার করতে ফের পথে নামছে বামেরা। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “অধিকার যাত্রা”। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ বিভিন্ন জেলায় চাকরি, শ্রম আইন জারি, মজুরি, পঞ্চায়েতের অধিকার আদায়-সহ একাধিক দাবিতে হবে এই “অধিকার যাত্রা” হবে বলে।

২০ দফা দাবি নিয়ে নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে গোটা রাজ্যে প্রায় ৫০০টি ছোট ও ১০টি বড় “অধিকার যাত্রা” করবে সিপিএম। প্রত্যন্ত গ্রামের বুথগুলির পাশাপাশি কলকাতাতেও হবে এই কর্মসূচি।২০২৩ পঞ্চায়েত এবং ‘২৪ লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যে নতুন করে সংগঠনের কতটা কী হয়েছে, তা যাচাই করতেই সিপিএমের এমন কর্মসূচি বলে জানা যাচ্ছে।

সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ, ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই, মহিলা সমিতি এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রকাশ করা লিফলেটে তাদের ২০ দফা দাবিগুলি জানিয়েছে। চারটি শ্রম কোড এবং বিদ্যুৎ সংশোধনি বিল বাতিলের দাবি তোলা হয়েছে। পাশাপাশি ২৬০০০ টাকা ন্যুনতম মাসিক বেতন এবং ১০,০০০ টাকা পেনশনের দাবিও করা হয়েছে। আইসিডিএস কর্মীদের ন্যুনতম মজুরি এবং সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক এবং বীমার বেসরকারিকরণ বন্ধ করতে হবে। একইসঙ্গে মূল্যবৃদ্ধি, আয়করের বাইরে থাকা মানুষের খাদ্য এবং আয়ের ব্যাবস্থা সহ ১০০ দিনের কাজকে ২০০ করার দাবিও তোলা হয়েছে। রেশন ব্যাবস্থাকে সার্বজনীন করা এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করার কথাও বলে তাঁরা। কর্পোরেট কর বৃদ্ধি, প্রান্তিক মানুশ্র উপর অত্যাচার কমানো, সরকারি শূন্যপদ পুরণ করা সহ একাধিক দাবিতে এই যাত্রা হবে।

Related articles

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...
Exit mobile version