Wednesday, November 5, 2025

VIP-দের গাড়িতে অস্ত্র পাচার! বিজেপি-র ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

ডিসেম্বর থেকে রাজ্যে রাজনৈতিক ধামাকা হবে বলে হাওয়া গরম করছে বিজেপি। ওই সময় বাংলায় সাম্প্রদায়িক অশান্তি তৈরির ষড়যন্ত্র হতে পারে। এবিষেয় আগেই মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রানাঘাটে নদিয়া জেলার প্রশাসনিক সভায় এই বিষয়ে নিয়ে প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর অভিযোগ, VIP-দের গাড়িতে অস্ত্র-টাকা পাচার হচ্ছে। নাম না করলেও তাঁর নিশানা বিরোধীদের দিকে। মমতা বলেন, এগুলি আমাদের কেউ করছে না। কিন্তু বাইরে থেকে যাঁরা আসছেন বা অন্যদলের তাঁরা এটা করছে। এবিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নাকা চেকিং বাড়ানোর নির্দেশ।

এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কর্নাটকেও অশান্তি ছড়ানো হচ্ছে। বাংলাতেও একই ছক কষা হচ্ছে। মমতা বলেন, “এখন থেকে সাম্প্রদায়িক এলাকাগুলিকে দেখে রাখুন। কেউ কেউ ষড়যন্ত্র করছে যে, ডিসেম্বর থেকে ধামাকা, মানে সাম্প্রদায়িক যুদ্ধ লাগাবে। কর্নাটকে ইতিমধ্যেই লাগিয়েছে। এটা বাঁচার পথ নয়। চৈতন্য়দেবের জায়গায় দাঁড়িয়ে বলছি, জীবনটা শান্তির পথ। এটা মাথায় রাখতে হবে।”

এরপর বলতে উঠে সাংসদ আবু তাহের অভিযোগ করেন, খুব সামন্য ঘটনাকেও রাজনৈতিক রং ছড়িয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হচ্ছে। এই প্রসঙ্গ টেনে মমতা অভিযোগ করেন, অনেক ভিআইপি-দের গাড়িতে কালো পোশাক পরা নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে অস্ত্র পাচার ও কালো টাকা পাচার হচ্ছে। নাম না করলেও মুখ্যমন্ত্রীর নিশানায় যে বিজেপি তা স্পষ্ট। কারণ মমতা বলেন, মমতা বলেন, বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র আসছে। বিভিন্ন সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গে ছত্রভঙ্গ করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। এগুলি আটকাতে হবে। এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের বিষয়ে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাকা চেকিং বাড়ানোর নির্দেশ। একই সঙ্গে দলের নেতা-মন্ত্রীদেরও সজাগ থেকে বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলেন তিনি।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version