Friday, November 7, 2025

হিমাচল প্রদেশের ৬৮ আসনে শেষ ভোটগ্রহণ! বিকেল ৫টা অবধি ভোটদানের হার ৬৬ শতাংশ

Date:

শেষ হল হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। আগামী পাঁচ বছরের জন্য কোন রাজনৈতিক দলের দখলে থাকবে পাহাড়ের এই রাজ্য, তা ৮ ডিসেম্বর নির্ধারিত হবে। শনিবার মোট ৬৮টি বিধানসভা কেন্দ্রে চলে ভোটগ্রহণ। সকাল আটটা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়, চলে বিকেল ৫টা অবধি। মোট ৫৫ লক্ষ ভোটার এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ৪১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা (Contests) করেছেন। এদিন বিকেল ৫টা অবধি ভোট পড়েছে ৬৬ শতাংশ।

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের জোর সম্ভাবনা। একদিকে রয়েছে শাসক দল বিজেপি (BJP), আগামী পাঁচ বছরও যাতে ক্ষমতা তাদের দখলেই থাকে, তার জন্য জোরকদমে প্রচার ও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসও (Congress) পুরনো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। হিমাচলে বিজেপির নতুন ও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে আম আদমি পার্টিও (AAP)। দিল্লি ও পঞ্জাব দখলের পর এবার তাদের লক্ষ্য হিমাচল প্রদেশ ও গুজরাটেও বিধানসভা নির্বাচনে জয়। এবারের নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং ও বিজেপির প্রাক্তন প্রধান সতপাল সিং সাত্তি।

এদিন ধীর গতিতে ভোটের অভিযোগ (Complaints) তুলে কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস। সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচলের তাশিগাং-এ। ৯৮.০৮ শতাংশ ভোট পড়েছে ওই কেন্দ্রে। তবে এদিন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমাচলে সরকার গঠন করবে বলেই আত্মবিশ্বাসী বিক্রমাদিত্য সিং। অন্যদিকে, ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে পিডিপি প্রধান মেহবুবা মুফতির (Mehbooba Mufti) অভিযোগ, কমিশন এখন আর স্বাধীন নেই। বিজেপির একটি শাখায় পরিণত হয়েছে। এটি সর্বদাই নীরব থাকে। হিমাচল প্রদেশের নির্বাচনেও নীরবতা পালন করে যাচ্ছে, বিজেপির ইঙ্গিতের অপেক্ষা করছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে হিমাচল প্রদেশ বিজেপির পক্ষেই, দাবি জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version