Whats App: মেটার নয়া চমক! এবার হোয়াটস অ্যাপে ‘ডু নট ডিস্টার্ব’

সোজা কথায় বললে, ফিচারটি অন করা থাকলে সমস্ত ইনকামিং কল ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা একদম নির্ঝঞ্ঝাটে নিজের কাজে মন দিতে পারবেন, কেউ বিরক্ত করবে না। কিন্তু এই সময় যদি জরুরী ফোন আসে তাহলে সেই বিষয়েও আপনাকে চিন্তা করতে হবে না।

ব্যবহারকারীদের (Users) চাহিদার কথা মাথায় রেখে আর প্রয়োজনীয়তার সঙ্গে ভারসাম্য রেখে প্রত্যেকদিন নিজেকে আপডেট করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ Whats App। এবার মেটা (Meta) আনতে চলেছে এক নয়া ফিচার যেখানে আপনি না চাইলে ইন্টারনেট অন থাকা সত্ত্বেও কেউ আপনাকে হোয়াটস অ্যাপে বিরক্ত করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo সম্প্রতি এই নতুন ফিচারটির খবর প্রকাশ্যে এনেছে। যেখানে মিলবে মিসড কল (MC) অ্যালার্ট। সংস্থাটি জানিয়েছে যে, META মালিকানাধীন কোম্পানিটি খুব শীঘ্রই তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘Do Not Disturb’ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) আনতে চলেছে। এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রাপ্ত মিসড কল সম্পর্কে যাবতীয় তথ্য পেতে সক্ষম হবেন। সোজা কথায় বললে, ফিচারটি অন করা থাকলে সমস্ত ইনকামিং কল ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা একদম নির্ঝঞ্ঝাটে নিজের কাজে মন দিতে পারবেন, কেউ বিরক্ত করবে না। কিন্তু এই সময় যদি জরুরী ফোন আসে তাহলে সেই বিষয়েও আপনাকে চিন্তা করতে হবে না। কারণ DND মোডটি অন থাকাকালীন কারা ফোন করেছিল, সে সম্পর্কিত নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন ব্যবহারকারীরা। গ্রুপের মেম্বার বাড়ানোর বিষয়টিও সামনে আনতে চলেছে মেটা। তবে ঠিক কবে থেকে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর এই সুযোগ পাবেন সেটা এখনও পরিষ্কার নয়।