Tuesday, November 4, 2025

ছেলের অত্যন্ত সখের ছিল বাজপাখিটি। তাই বাড়িতে সে পুষেছিল। কিন্তু তাতে বাধ সাধেন মা। কয়েকদিন ধরে এই নিয়ে ঝামেলাও চলছিল দুজনের মধ্যে। এরই মাঝে বাড়ি থেকে উদ্ধার হয় প্রিয় পোষ্যটির দেহ। আর তাতেই মাথায় খুন চেপে যায়। মারধরের পর মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 pgs) গোসাবা থানার (Gosaba) বালি ২ পঞ্চায়েতের বিজয়নগর গ্রামের ঘটনা। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চলয় ছড়িয়েছে। মৃতের নাম সাবিত্রী বিশ্বাস (৩৮)। রবিবার সকালে গোসাবা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে (Post Mortem) পাঠায়। অভিযুক্ত (Accused) ভোলানাথ বিশ্বাসকে গ্রেফতার করে তদন্ত (Investigation) শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সাবিত্রী তাঁর ছেলেকে নিয়ে একাই বাড়িতে বসবাস করতেন। তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে বর্তমানে কলকাতায় থাকেন। সম্প্রতি ভোলানাথ বাড়িতে একটি বাজপাখি পুষেছিল। ছেলের এমন কার্যকলাপ মোটেই পছন্দ ছিল না সাবিত্রী দেবীর। সেই পাখি নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই বচসা হতে বলে অভিযোগ প্রতিবেশীদের।

অভিযোগ, শনিবার রাতে ছেলে বাড়িতে না থাকায় পাখিটিকে মেরে ফেলেন সাবিত্রী দেবী। এরপর রাতে ভোলানাথ বাড়ি ফিরে দেখেন, তাঁর পোষ্য বাজপাখি মৃ*ত অবস্থায় পড়ে রয়েছে। প্রিয় পোষ্যের মৃত্যুতে মাথায় খু*ন চেপে যায় ভোলানাথের। আচমকা নিজের মা’কে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপরে ঘরের দরজা বন্ধ করে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বন্ধ অবস্থায় ঘরের মধ্যেই পুড়ে মারা যান ওই মহিলা।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version