Sunday, August 24, 2025

যোগ্য লোকের অভাব, পঞ্চায়েতে প্রার্থী হতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের “টোপ” দিচ্ছে বিজেপি

Date:

একুশের বিধানসভা নির্বাচনে গো-হারা হারের পর থেকে দোষারোপ-পাল্টা দোষারোপে বিজেপির সংগঠন কার্যত তলানিতে ঠেকেছে। চরম গোষ্ঠীবাজিতে জেরবার গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত তাঁর নিজের গড় পূর্ব মেদিনীপুর ও বিধানসভা নন্দীগ্রামে পায়েরতলা থেকে মাটি সরে গিয়েছে বিজেপির। তুলনায় এই মুহূর্তে বাম তথা সিপিএমের অবস্থা বিরোধী হিসেবে বিজেপির থেকে কিছুটা হলেও ভালো। তার উপর আদি বিজেপি নেতারা শুভেন্দুদের বিরুদ্ধে দলের মধ্যেই সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলে দিল্লি নেতৃত্বকে চিঠি দিয়েছেন।

ঠিক সেই ডামাডোল পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনের পঞ্চায়েত নির্বাচনের আগে হাবুডুবু অবস্থা বঙ্গ বিজেপিতে। পঞ্চায়েতে প্রার্থী খুঁজতে মাথার ঘাম যে পায়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের ২০ শতাংশ বুথে প্রার্থী দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে দলের অন্দরেই। তাই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একটু অন্যপথে হাঁটতে চাইছে বিজেপি।

উপযুক্ত প্রার্থী খুঁজে না পেয়ে বিরোধী শিবিরের বিক্ষুব্ধদের টিকিট দেওয়ার চল রাজ্য বিজেপিতে নতুন কিছু নয়। সেই কৌশলে এবার ”নয়া চমক”! রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। টেট, এসএসসির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ নিয়োগের দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের অনেককেই এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে বিজেপি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নেতৃত্ব ইতিমধ্যে একাধিক আন্দোলনকারীর সঙ্গে কথা বলেছেন বলে খবর ।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের টোপ ও প্রলোভন দেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আন্দোলনকারীদের প্রার্থী করার প্রস্তাবের বিষয়টি স্বীকারও করে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যস্তরের অনেক নেতা-নেত্রী।

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version