Wednesday, November 12, 2025

যোগ্য লোকের অভাব, পঞ্চায়েতে প্রার্থী হতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের “টোপ” দিচ্ছে বিজেপি

Date:

একুশের বিধানসভা নির্বাচনে গো-হারা হারের পর থেকে দোষারোপ-পাল্টা দোষারোপে বিজেপির সংগঠন কার্যত তলানিতে ঠেকেছে। চরম গোষ্ঠীবাজিতে জেরবার গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত তাঁর নিজের গড় পূর্ব মেদিনীপুর ও বিধানসভা নন্দীগ্রামে পায়েরতলা থেকে মাটি সরে গিয়েছে বিজেপির। তুলনায় এই মুহূর্তে বাম তথা সিপিএমের অবস্থা বিরোধী হিসেবে বিজেপির থেকে কিছুটা হলেও ভালো। তার উপর আদি বিজেপি নেতারা শুভেন্দুদের বিরুদ্ধে দলের মধ্যেই সিন্ডিকেট চালানোর অভিযোগ তুলে দিল্লি নেতৃত্বকে চিঠি দিয়েছেন।

ঠিক সেই ডামাডোল পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনের পঞ্চায়েত নির্বাচনের আগে হাবুডুবু অবস্থা বঙ্গ বিজেপিতে। পঞ্চায়েতে প্রার্থী খুঁজতে মাথার ঘাম যে পায়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের ২০ শতাংশ বুথে প্রার্থী দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে দলের অন্দরেই। তাই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একটু অন্যপথে হাঁটতে চাইছে বিজেপি।

উপযুক্ত প্রার্থী খুঁজে না পেয়ে বিরোধী শিবিরের বিক্ষুব্ধদের টিকিট দেওয়ার চল রাজ্য বিজেপিতে নতুন কিছু নয়। সেই কৌশলে এবার ”নয়া চমক”! রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। টেট, এসএসসির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ নিয়োগের দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের অনেককেই এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে বিজেপি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নেতৃত্ব ইতিমধ্যে একাধিক আন্দোলনকারীর সঙ্গে কথা বলেছেন বলে খবর ।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের টোপ ও প্রলোভন দেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আন্দোলনকারীদের প্রার্থী করার প্রস্তাবের বিষয়টি স্বীকারও করে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যস্তরের অনেক নেতা-নেত্রী।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version