Thursday, August 21, 2025

ঝালদা পুরসভার আস্থা ভোট ২১ নভেম্বরই, পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ঝালদা পুরসভার (Jhalda Municipality) আস্থা ভোট (Trust Vote) হবে ২১ নভেম্বরই সাফ জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ৯ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পুরসভার কংগ্রেস কাউন্সিলররা (Congress Councilor)। তাঁদের দাবি ছিল ২১ নভেম্বর নয়, ভোট যাতে আরও কিছুদিন এগিয়ে আনা যায়। এর আগেও ঝালদা পুরসভার আস্থা ভোট ২১ তারিখে হবে বলেই জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু তাতে সন্তুষ্ট হননি কংগ্রেস কাউন্সিলররা। কিন্তু সোমবার সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

কংগ্রেসের অভিযোগ, তাঁদের সংখ্যাগরিষ্ঠতা (Majority) থাকা সত্ত্বেও পুরসভার বোর্ড (Board) চালাচ্ছে অন্য কোনও রাজনৈতিক দল। কিন্তু যেহেতু কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বেশি সেকারণেই তাঁদের দাবি মেনে ২১ নভেম্বরের আগেই আস্থা ভোটের অনুমতি দেওয়া হোক।

তবে এরই মধ্যে গত শুক্রবার ঝালদা পুরসভার বর্তমান চেয়ারম্যান সুদীপ কর্মকার (Sudip Karmakar) কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের করেন। অভিযোগ, আস্থা ভোটের বিষয়ে তাঁর ক্ষমতা খর্ব করা হচ্ছে। তাঁকে স্বাধীনভাবে কোনও পদক্ষেপ নিতে দেওয়া হচ্ছে না। তবে হাইকোর্ট এদিন সাফ জানিয়ে দিয়েছে অন্য কোনও দিন নয়, আস্থা ভোট হবে ২১ নভেম্বরই। পাশাপাশি ভোটের দিন যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সেদিকে পুলিশ সুপারকে (Police Super) বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...