Sunday, August 24, 2025

ঝালদা পুরসভার আস্থা ভোট ২১ নভেম্বরই, পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ হাইকোর্টের

Date:

ঝালদা পুরসভার (Jhalda Municipality) আস্থা ভোট (Trust Vote) হবে ২১ নভেম্বরই সাফ জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ৯ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পুরসভার কংগ্রেস কাউন্সিলররা (Congress Councilor)। তাঁদের দাবি ছিল ২১ নভেম্বর নয়, ভোট যাতে আরও কিছুদিন এগিয়ে আনা যায়। এর আগেও ঝালদা পুরসভার আস্থা ভোট ২১ তারিখে হবে বলেই জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু তাতে সন্তুষ্ট হননি কংগ্রেস কাউন্সিলররা। কিন্তু সোমবার সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

কংগ্রেসের অভিযোগ, তাঁদের সংখ্যাগরিষ্ঠতা (Majority) থাকা সত্ত্বেও পুরসভার বোর্ড (Board) চালাচ্ছে অন্য কোনও রাজনৈতিক দল। কিন্তু যেহেতু কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বেশি সেকারণেই তাঁদের দাবি মেনে ২১ নভেম্বরের আগেই আস্থা ভোটের অনুমতি দেওয়া হোক।

তবে এরই মধ্যে গত শুক্রবার ঝালদা পুরসভার বর্তমান চেয়ারম্যান সুদীপ কর্মকার (Sudip Karmakar) কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের করেন। অভিযোগ, আস্থা ভোটের বিষয়ে তাঁর ক্ষমতা খর্ব করা হচ্ছে। তাঁকে স্বাধীনভাবে কোনও পদক্ষেপ নিতে দেওয়া হচ্ছে না। তবে হাইকোর্ট এদিন সাফ জানিয়ে দিয়েছে অন্য কোনও দিন নয়, আস্থা ভোট হবে ২১ নভেম্বরই। পাশাপাশি ভোটের দিন যাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সেদিকে পুলিশ সুপারকে (Police Super) বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version