Sunday, November 16, 2025

টেট উত্তীর্ণ তালিকা মমতা-অভিষেক-দিলীপ-শুভেন্দু! পর্ষদকে কটাক্ষ বিজেপির, পাল্টা দিল তৃণমূল

Date:

আদালতের(Court) নির্দেশ মেনে সম্প্রতি ২০১৪ সালের টেট উত্তীর্ণদের(TET Pass) তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ(West Bengal board of primary Education)। সেই তালিকাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তীদের নাম। টেট উত্তীর্ণ তালিকা রাজ্যের এতজন রাজনীতিবিদের নাম উঠে আসায় স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে। বিষয়টি কাকতালীয়, নাকি ভুল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

গত ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই তালিকা। ১ হাজার ৮৩২ পাতার ওই তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে। সেই তালিকাতেই রয়েছে এমন সব নাম। যেমন ওই তালিকায় ৫ বার পাওয়া গিয়েছে অভিষেক ব্যানার্জির নাম। ১ বার পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুকান্ত মজুমদারের নামও রয়েছে ২ বার। এমনকি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামও রয়েছে তালিকায়। আবার রয়েছে অমিত শাহের নামও। তালিকাটি প্রকাশ্যে আসার পর জানা যায়, সেখানে থাকা কিছু নামের সঙ্গে আশ্চর্যজনক মিল রয়েছে রাজ্যের কয়েক জন রাজনীতিকের নামের। যা কাকতালীয় বলেই মনে করা হচ্ছে।

তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবিষয়ে বলেন, প্রাথমিক শিক্ষা পরিষদ তাদের কাজকর্মে নিজেদের হাসির খোরাক করে তুলেছে। এর পাল্টা দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, যে নামগুলি দেখা যাচ্ছে সেখানে রাজ্য রাজনীতিবিদদের নাম থাকলেও এই নামে অন্য কোন মানুষ নেই এটা ভাবা মুর্খামী। বিজেপি একটি সাধারণ বিষয়কে নিয়ে অবান্তর জটিলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে সব জল্পনায় জল ঢেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “ওই তালিকা প্রাথমিক পর্ষদের প্রকাশ করা নয়। যে তালিকাটি সর্বত্র ঘুরে বেড়াছে সেখানে আমার নামেও ৩ জন রয়েছেন। একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন না?” এই ইস্যুতে সরব হওয়া বিরোধীদের পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এই তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে নিজে আসরে নেমে সমস্ত জল্পনায় জল ঢাললেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version