Friday, November 14, 2025

টেট উত্তীর্ণ তালিকা মমতা-অভিষেক-দিলীপ-শুভেন্দু! পর্ষদকে কটাক্ষ বিজেপির, পাল্টা দিল তৃণমূল

Date:

আদালতের(Court) নির্দেশ মেনে সম্প্রতি ২০১৪ সালের টেট উত্তীর্ণদের(TET Pass) তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ(West Bengal board of primary Education)। সেই তালিকাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তীদের নাম। টেট উত্তীর্ণ তালিকা রাজ্যের এতজন রাজনীতিবিদের নাম উঠে আসায় স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে। বিষয়টি কাকতালীয়, নাকি ভুল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

গত ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই তালিকা। ১ হাজার ৮৩২ পাতার ওই তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে। সেই তালিকাতেই রয়েছে এমন সব নাম। যেমন ওই তালিকায় ৫ বার পাওয়া গিয়েছে অভিষেক ব্যানার্জির নাম। ১ বার পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুকান্ত মজুমদারের নামও রয়েছে ২ বার। এমনকি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামও রয়েছে তালিকায়। আবার রয়েছে অমিত শাহের নামও। তালিকাটি প্রকাশ্যে আসার পর জানা যায়, সেখানে থাকা কিছু নামের সঙ্গে আশ্চর্যজনক মিল রয়েছে রাজ্যের কয়েক জন রাজনীতিকের নামের। যা কাকতালীয় বলেই মনে করা হচ্ছে।

তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবিষয়ে বলেন, প্রাথমিক শিক্ষা পরিষদ তাদের কাজকর্মে নিজেদের হাসির খোরাক করে তুলেছে। এর পাল্টা দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, যে নামগুলি দেখা যাচ্ছে সেখানে রাজ্য রাজনীতিবিদদের নাম থাকলেও এই নামে অন্য কোন মানুষ নেই এটা ভাবা মুর্খামী। বিজেপি একটি সাধারণ বিষয়কে নিয়ে অবান্তর জটিলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে সব জল্পনায় জল ঢেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “ওই তালিকা প্রাথমিক পর্ষদের প্রকাশ করা নয়। যে তালিকাটি সর্বত্র ঘুরে বেড়াছে সেখানে আমার নামেও ৩ জন রয়েছেন। একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন না?” এই ইস্যুতে সরব হওয়া বিরোধীদের পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এই তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে নিজে আসরে নেমে সমস্ত জল্পনায় জল ঢাললেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version