Sunday, November 2, 2025

ঝাড়গ্রাম সফরে মমতা, মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জঙ্গলমহল

Date:

আর কয়েকঘণ্টার অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার ফের ঝাড়গ্রাম(Jhargram) সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জঙ্গলমহল। সফরের আগে সোমবার ঝাড়গ্রামের রাজ কলেজ সংলগ্ন মাঠের হেলিপ্যাডে কপ্টারের ট্রায়াল রান করে প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠের কাছেও আর একটি হেলিপ্যাড করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে এখনোও পরিস্কার নয় মুখ্যমন্ত্রী সড়ক পথে না আকাশ পথে আসবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা ও জেলার প্রশাসনিক কর্তারা সভাস্থল ঘুরে দেখেন। সভাস্থলের পুরো এলাকাটিকে শক্ত পলিমারের ছাউনী দিয়ে তৈরি করা হয়েছে। সভাস্থলের অনুষ্ঠান যাতে দর্শকরা ভাল ভাবে দেখতে পান তার জন্য বেশ কয়েকটি বড় বড় টিভি স্ক্রীন লাগানো হয়েছে। অনুষ্ঠানস্থলের চারদিকে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভাস্থলের প্রস্তুতি দেখতে যান তৃণমূলের বিনপুরের বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি দেবনাথ হাঁসদাসহ জেলার নেতা নেত্রীরা। দেবনাথ হাঁসদা বিনপুরের বিধায়ক। মুখ্যমন্ত্রীর সভাস্থল তাঁর বিধানসভা এলাকার মধ্যে পড়ছে। দেবনাথ বলেন, ‘যদিও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা তবুও সাধারণ মানুষকে আটকানো যাবে না। মুখ্যমন্ত্রীর কথা শুনতে, তাঁকে দেখতে এবার রেকর্ড সংখ্যক লোক হবে।’

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version