সোমবার শিশু দিবস (Childrens Day)। আর এই দিনটির কথা মাথায় রেখেই প্রতিবছরই সার্চ ইঞ্জিন (Search Engine) সংস্থা গুগল (Google) আয়োজন করে ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতার (Doodle for Google Competition)। এদিন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটি। কলকাতার শ্লোক মুখোপাধ্যায় (Shlok Mukherjee) সেরা ডুডলের শিরোপা জিতেছেন। শিশু দিবসের দিনই গুগলের তরফ থেকে শ্লোকের কাছে এই সুসংবাদ এসে পৌঁছয়। দেশের প্রায় ১০০টিরও বেশি শহর থেকে ১ লক্ষ ১৫ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিযোগীরা প্রথম থেকে দশম শ্রেনির পড়ুয়া। গুগল সূত্রে খবর, সেরা ২০ জনকে দিল্লিতে সম্মানিত করা হবে। ১৪ নভেম্বর রাত বারোটার পর গুগলের তরফে সেরার সেরা শ্লোকের নাম ঘোষণা করা হয়।

শ্লোকের তৈরি ডুডলে একজন মানুষকে একটি রোবট জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এছাড়াও ডুডলটিতে রয়েছে যোগা, পৃথিবী ও গাছ। নিজের ছবিতে কী বার্তা দেওয়া হয়েছে তা নিজেই জানিয়েছেন শ্লোক। ইতিমধ্যে গুগলের হোমপেজে জায়গা করে নিয়েছে শ্লোকের ডুডল। “ইন্ডিয়া অন সেন্টার স্টেজ” (India on Centre Stage) নামের এই ডুডল শেয়ার করে কলকাতার নিউ টাউন (New Town) দিল্লি পাবলিক স্কুলের (Delhi Public School) ছাত্র শ্লোক লিখেছেন, আগামী ২৫ বছরে আমার ভারতের বিজ্ঞানীরা মানবতার উন্নতির জন্য পরিবেশ বান্ধব রোবট (Robot) তৈরি করবে। ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত আন্তঃমহাকাশ ভ্রমণ করবে। ভারত যোগা এবং আয়ুর্বেদে আরও উন্নতি করবে এবং আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে।

New Google Doodle has been released: "Doodle for Google 2022 – India Winner" 🙂#google #doodle #designhttps://t.co/Fh4fOqQ4je pic.twitter.com/RPGalgoLRc
— Google Doodles EN (@Doodle123_EN) November 13, 2022
সল্টলেকের নিউটাউনের বাসিন্দা শ্লোক দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। কাকার কাছেই আঁকার হাতেখড়ি। ছোট থেকেই আঁকার প্রতি ভালোবাসা ছিল শ্লোকের। এবছরের গুগলের প্রতিযোগিতার বিষয় ছিল, আগামী ২৫ বছরে ছাত্রছাত্রীরা ভারতকে কেমন রূপে দেখতে চায়। শ্লোকের ডুডলের নাম ‘ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ’। এই ডুডলে ছোট্ট শ্লোক ভারতকে আগামী বছরে সে কী ভাবে দেখতে যায় তার প্রতিফলনটি তুলে ধরেছে।

প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর শ্লোক গুগলের তরফ থেকে ৫ লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে। এছাড়াও ২ লক্ষ টাকার টেকনোলজিক্যাল প্যাকেজও দেওয়া হয় শ্লোককে। সোমবার শিশু দিবস উপলক্ষে শ্লোকের ডুডল আর্টটি সারা দিন গুগলে প্রদর্শিত হবে। আর তাতেই বেজায় খুশি ছোট্ট শ্লোক।
