Thursday, December 18, 2025

অখিলের পদত্যাগের দাবিতে রাজভবনে শুভেন্দু! রাজ্যপালের ‘মৌনতা’ নিয়ে তুললেন প্রশ্ন

Date:

Share post:

অখিল গিরির (Akhil Giri) পদত্যাগের (Resign) দাবি নিয়ে সোমবার রাজভবনের (Rajbhawan) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে রাজ্যপাল এদিন শহরে না থাকায় সচিবের কাছে অভিযোগ জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা। আর রাজভবন থেকে বেরিয়েই শুভেন্দু জানান, অখিল গিরিকে বরখাস্ত না করা হলে জোরালো আন্দোলনে নামবে বিজেপি। পাশাপাশি এদিন রাজ্যপালের (Governor) ‘নীরব’ ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, একজন মায়ের সমান মহিলার প্রতি কদর্য ভাষায় বক্তব্য রেখেছেন রাজ্যেরই একজন মন্ত্রী। আমরা শনিবার থেকে রাজ্যপালকে মেল করেও কোনও উত্তর পাইনি। আর সেকারণেই ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজভবনে আসা।

শুভেন্দু এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা লিখিতভাবে একটা দাবি জানালাম। তবে এটা আবেদন নয়। মুখ্যমন্ত্রী যখন কিছু করেননি, সংবিধানে রাজ্যপালের সেই অধিকার আছে। উনি মুখ্যমন্ত্রীকে (Chief Minister) পরামর্শ দিন। ইম্ফল, চেন্নাই বা দিল্লি যেখানেই থাকুন, মুখ্যমন্ত্রীকে বলুন যেন মন্ত্রিসভার কারামন্ত্রীকে স্যাক (Sack) করেন। শুভেন্দু বলেন, আমরা রাজ্যপালের ভূমিকায় আশ্চর্য হয়েছি। ওঁর তরফে কোনও টুইট নেই সোশ্যাল মিডিয়াতেও বক্তব্য নেই, রাজভবনের তরফ থেকেও কোনও বার্তা নেই।

শুভেন্দুর আরও অভিযোগ, দেশের রাষ্ট্রপতিকে (President) ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতেই হবে। এর অন্যথা হলে বিজেপি, সামাজিক সংগঠন, সংবেদনশীল নাগরিক প্রত্যেকে পথে নেমে প্রতিবাদ করবে। পাশাপাশি বিধানসভার আগামী অধিবেশনের আগে মন্ত্রী বরখাস্ত না হলে, বিজেপির বিধায়করা শিষ্টাচার মেনে জোরাল প্রতিবাদ বিধানসভার ভিতরেও করবেন বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...