Friday, December 12, 2025

AIIMS: দিল্লির এইমসে চার বছরের শিশুর খাবারে আরশোলা !

Date:

Share post:

দেশের অন্যতম নামি হাসপাতালে খাবার নিয়ে তুলকালাম। রোগীকে (Patient)পরিবেশন করা খাবারে মিলল আরশোলা (Cockroch)! ঘটনা দেশের প্রথমসারির হাসপাতাল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Science ) অর্থাৎ এইমস।

জানা গিয়েছে, হাসপাতালে অস্ত্রোপচার হওয়া চার বছরের এক শিশুকে এই খাবার দেওয়া হয়। তাতে ছিল ডালও। সেই ডালের বাটির মধ্যে আরশোলা পড়ে থাকতে দেখা যায়! বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়।

ডালে আরশোলা পড়ে থাকার ছবি তুলে টুইটারে পোস্টও করেছেন কেউ কেউ। এরপরই ঘটনাটি গোটা দেশের সামনে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে (AIIMS) খাবারের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে ওই শিশুটির মা জানান, “অস্ত্রোপচারের পর হাসপাতালের চিকিৎসকরা বলেছিলেন তরল জাতীয় খাবার খাওয়াতে। চিকিৎসকদের সেই নির্দেশ অনুযায়ী হাসপাতাল কর্মীরা দই এবং এক বাটি ডাল দিয়েছিল। সেই ডালেই আরশোলা পাওয়া যায়।” বিষয়টি ইতিমধ্যেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানাও গিয়েছে। তবে বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনওরকম মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এইমস-এ (AIIMS) খাবারের মান নিয়ে অভিযোগ এই প্রথম নয়। গত আগস্ট এবং সেপ্টেম্বরেও এমনই দুটি ঘটনার কথা জানা গিয়েছিল। সেবার খোদ চিকিৎসকদের ক্যান্টিনেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার একটি শিশুর খাবারে আরশোলা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

spot_img

Related articles

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...

শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে আজই ছুটি পাচ্ছেন নচিকেতা! 

হৃদরোগের সমস্যা নিয়ে আচমকাই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। পরীক্ষা করতেই...

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...