ব‍্যর্থ সুদীপের ১২৭, মহারাষ্ট্রের কাছে ৩ উইকেটে হারল বঙ্গ ব্রিগেড

৬২ রানে অপরাজিত শাহবাজ আহমেদ। ১৫ রান করেন অনুষ্টপ মজুমদার। মনোজ তিওয়াড়ি করেন ১ রান।

বিজয় হাজারে ট্রফিতে ফের ব‍্যাকফুটে বাংলা। মঙ্গলবার মহারাষ্ট্রের বিরুদ্ধে বড় রান করেও জিততে পারল অভিমূন‍্য ইশ্বযনের দল। এদিন মহারাষ্ট্রের কাছে ৩ উইকেটে হারে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন সুদীপ ঘরামী। ১২৭ রান করেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৯ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন সুদীপ ঘরামী। ১২৭ রান করেন তিনি। ৬২ রানে অপরাজিত শাহবাজ আহমেদ। ১৫ রান করেন অনুষ্টপ মজুমদার। মনোজ তিওয়াড়ি করেন ১ রান।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় মহারাষ্ট্র। মহারাষ্ট্রের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আজিম কাজি। ১০৬ রান করেন তিনি। ৪০ রান করেন ঋতুরাজ গায়কোয়াড। কেদার যাদব করেন ৪২ রান। বাংলার হয়ে দুটি উইকেন নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন গীত পুরি, শাহবাজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামাণিক।

আরও পড়ুন:লাগাতার ব‍্যর্থতা, টিম ইন্ডিয়ার হাল ফেরাতে বড় দায়িত্বে ধোনি: সূত্র