Tuesday, November 4, 2025

নীরব পুতুল নাড্ডা: গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা শাহের, তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

গুজরাট নির্বাচনে (Gujrat Election) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এহেন পরিস্থিতির মাঝেই গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendrabhai Patel)নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ( J P Nadda)এড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে বিজেপির (BJP) মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায় গেরুয়া শিবিরের গণতান্ত্রিক নীতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কড়া ভাষায় অমিত শাহের সমালোচনার পাশাপাশি জেপি নাড্ডাকে ‘পুতুল’ (Puppet) সভাপতি বলে কটাক্ষ করলেন তিনি।

মঙ্গলবার দুপুরে টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “একজন পুতুল আর একজন এই পুতুলকে নাচান। এই হল বিজেপির নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন। অথচ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নীরব পুতুল হয়ে শুধুই দর্শক।” একই সঙ্গে তিনি লেখেন, “দলে যাদের গণতান্ত্রিক নীতি নেই, নিশ্চিতভাবে দেশের গণতন্ত্রের প্রতি তাদের কোন বিশ্বাস থাকতে পারে না।”

উল্লেখ্য, দীর্ঘদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব সামলে এসেছেন অমিত শাহ। বর্তমানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসলেও অলিখিতভাবে দলের রাশ আজও তার হাতে। তাই বিজেপির না না কর্মকাণ্ডে সর্বভারতীয় সভাপতিকে ওকে সিদ্ধান্ত নিতে দেখা যায় অমিত শাহকে। সেই ছবি এদিন ফুটে উঠলো গুজরাটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণায়। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এড়িয়ে গুজরাটে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করলেন শাহ। গণতন্ত্রবিহীন রাজনৈতিক দল বিজেপির এই কর্মকাণ্ডে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version