Thursday, November 13, 2025

আচমকা হার্ট অ্যাটার্ক!ঐন্দ্রিলার অবস্থা আরও সংকটজনক

Date:

অতি সংকটজনক অবস্থারে মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রের খবর, বুধবার সকালেই পর পর হার্ট অ্যাটার্ক হয় অভিনেত্রীর। তাঁর অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে সিপিআর। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলাকে মুহূর্তের জন্য একা ছাড়েননি সব্যসাচী।

আরও পড়ুন:আরও সংকটে অভিনেত্রী ঐন্দ্রিলা, মতিষ্কে একাধিক ব্লাড ক্লট

মঙ্গলবার থেকেই ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলার স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর মাথায় ক্লট রয়েছে। যে দিক অপারেশন করা হয়েছিল মূলত তার উলটো দিকে জমাট বাঁধতে শুরু করেছে রক্ত। অপারেশন করতে চাইছেন না চিকিৎসকরা। চালু করা হয়েছে অ্যান্টিবায়োটিক। সামান্য বাড়ানো হয়েছিল ভেন্টিলেশন প্রেসারও। তাঁর শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।তবে এর মধ্যেই হার্ট অ্যাটার্ক হওয়ায় চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনায় অভিনেত্রীর পাশে গোটা টলিপাড়া। মঙ্গলবার পরমব্রত ফেসবুকে ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘এই ছোট্ট মেয়েটি এবং ওর সঙ্গীর জন্য প্রার্থনা করুন। ও শুরু থেকে মেয়েটির পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে চিনি না। কিন্তু ঐন্দ্রিলা তোমার লড়াইকে কুর্নিশ জানাতে চাই।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সব্যসাচী তুমি যেভাবে শুরু থেকে ওর সঙ্গে এই লড়াইতে পাশে দাঁড়িয়েছ তা সাহচর্য এবং ভালবাসার প্রতি নতুন করে বিশ্বাস তৈরি করেছে। হ্যাঁ, আমরা তোমার কথা শুনতে পেয়েছি এবং নিশ্চয়ই কোনও অলৌকিকের জন্য প্রার্থনা করব।’’পরমব্রতর এই পোস্টে মন্তব্য করে অরিন্দম শীল জানিয়েছেন, তিনিও প্রার্থনা করছেন ঐন্দ্রিলার জন্য।

সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার ছবি পোস্ট করে বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘আমারও প্রায় এই বয়েসী একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা। ঐন্দ্রিলার বাবা মা আর সব্যসাচীর পাশে থেকে শুধু প্রার্থনা করছি ওদের এই কঠিন সময় কেটে যাক যত তাড়াতাড়ি সম্ভব।’ফেসবুকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনার কথা জানিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। এছাড়াও ঐন্দ্রিলা সহকর্মীরা, মিশমি থেকে শুরু করে সৌম্যি প্রত্যেকেই। ঐন্দ্রিলা ফিরে আসুক.. ফেসবুক জুড়ে শুধুই প্রার্থনা।

 

 

Related articles

আবার বিস্ফোরণ দিল্লিতে! ফোনকলে নাকাল দিল্লি পুলিশ, দমকল

লাল কেল্লা বিস্ফোরণের পরে গোটা রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। তার মধ্যে বৃহস্পতিবার ফের বিস্ফোরণের (blast) খবরে চাঞ্চল্য...

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...
Exit mobile version