Thursday, August 21, 2025

অতি সংকটজনক অবস্থারে মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রের খবর, বুধবার সকালেই পর পর হার্ট অ্যাটার্ক হয় অভিনেত্রীর। তাঁর অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে সিপিআর। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলাকে মুহূর্তের জন্য একা ছাড়েননি সব্যসাচী।

আরও পড়ুন:আরও সংকটে অভিনেত্রী ঐন্দ্রিলা, মতিষ্কে একাধিক ব্লাড ক্লট

মঙ্গলবার থেকেই ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলার স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর মাথায় ক্লট রয়েছে। যে দিক অপারেশন করা হয়েছিল মূলত তার উলটো দিকে জমাট বাঁধতে শুরু করেছে রক্ত। অপারেশন করতে চাইছেন না চিকিৎসকরা। চালু করা হয়েছে অ্যান্টিবায়োটিক। সামান্য বাড়ানো হয়েছিল ভেন্টিলেশন প্রেসারও। তাঁর শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।তবে এর মধ্যেই হার্ট অ্যাটার্ক হওয়ায় চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনায় অভিনেত্রীর পাশে গোটা টলিপাড়া। মঙ্গলবার পরমব্রত ফেসবুকে ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘এই ছোট্ট মেয়েটি এবং ওর সঙ্গীর জন্য প্রার্থনা করুন। ও শুরু থেকে মেয়েটির পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে চিনি না। কিন্তু ঐন্দ্রিলা তোমার লড়াইকে কুর্নিশ জানাতে চাই।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সব্যসাচী তুমি যেভাবে শুরু থেকে ওর সঙ্গে এই লড়াইতে পাশে দাঁড়িয়েছ তা সাহচর্য এবং ভালবাসার প্রতি নতুন করে বিশ্বাস তৈরি করেছে। হ্যাঁ, আমরা তোমার কথা শুনতে পেয়েছি এবং নিশ্চয়ই কোনও অলৌকিকের জন্য প্রার্থনা করব।’’পরমব্রতর এই পোস্টে মন্তব্য করে অরিন্দম শীল জানিয়েছেন, তিনিও প্রার্থনা করছেন ঐন্দ্রিলার জন্য।

সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার ছবি পোস্ট করে বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘আমারও প্রায় এই বয়েসী একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা। ঐন্দ্রিলার বাবা মা আর সব্যসাচীর পাশে থেকে শুধু প্রার্থনা করছি ওদের এই কঠিন সময় কেটে যাক যত তাড়াতাড়ি সম্ভব।’ফেসবুকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনার কথা জানিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। এছাড়াও ঐন্দ্রিলা সহকর্মীরা, মিশমি থেকে শুরু করে সৌম্যি প্রত্যেকেই। ঐন্দ্রিলা ফিরে আসুক.. ফেসবুক জুড়ে শুধুই প্রার্থনা।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version