Sunday, November 2, 2025

মামলার কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি! বারুইপুরে উদ্ধার আইনজীবীর মৃ*তদেহ

Date:

এক পরিচিত আইনজীবীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মৃত আইনজীবীর নাম সঞ্জয় মিত্র। বারুইপুর আদালতে খুব জনপ্রিয় একজন আইনজীবী বলে পরিচিত ছিলেন তিনি। বাড়ি থেকে কিছুটা দূরেই একটি একটি ডোবা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। আইনজীবীর মৃতদেহের উপরেই পড়েছিল তাঁর বাইকটি। খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পরিবারের দাবি খুন করা হয়েছে সঞ্জয়বাবুকে।

পারিবারিক সূত্রে খবর, রোজকার মতো গতকাল, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতের উদ্দেশে বের হন তিনি। আদালতের কাজ সেরে বেলা ৩টে নাগাদ বাড়ি ফেরেন তিনি। এরপর বিকেলে মেয়েকে টিউশন পড়তেও দিয়ে আসেন। তারপর ফের নিজের মামলা-মোকদ্দমা সংক্রান্ত কাজে বেরিয়ে পড়েন সঞ্জয় মিত্র। রাত ১২টার মধ্যে কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।

মোবাইলে যোগাযোগ করতে না পেরে বাড়ি লোক খোঁজ শুরু করে। এরই মধ্যে দেহ উদ্ধারের বিষয়টি কানে আসে মৃতের ভাই সমরেশ মিত্রের। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর দাদাই বাইক নিয়ে পানাপুকুরে পড়ে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আইনজীবীকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version