Saturday, August 23, 2025

ধরাশায়ী বিজেপি! পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার

Date:

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের পাঁশকুড়ায় উড়ল সবুজ ঝড়। সমবায় নির্বাচনে পাঁশকুড়ায়  বিরোধীদের বহু পিছনে ফেলে বড় সাফল‌্য পেল রাজ্যের শাসক দল। মঙ্গলবার ভোটগণনা শেষে মোট ৫২ টি আসনের মধ্যে  ৪৩ টি  আসনে জয়ী হল তৃণমূল। এদিন জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা।সবুজ আবির উড়িয়ে এলাকাজুড়ে বিজয় মিছিল বের করেন তারা।

আরও পড়ুন:শুভেন্দুর মুখে ঝামাঘষে সবুজ ঝড়! ময়না সমবায় সমিতিতে বিপুল জয় তৃণমূলের

মঙ্গলবার সকাল ১০ টা থেকে ভোটপর্ব শুরু হয় দশাং গ্রামে। ৫২ টি আসনের মধ্যে ৫১ টিতে তৃণমূল লড়াই করে। বিজেপি লড়ে ৪৮ টি আসনে। সবমিলিয়ে টানটান উত্তেজনা ছিল ওই গ্রামে। ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল পেয়েছে ৪৩ টি আসন, বিজেপি জয়ী হয়েছে ৬টিতে, সিপিআইএম দুটি ও নির্দল একটি আসন পেয়েছে। ১২৯৮ জন ভোটার ভোটার ছিল বলে জানা গিয়েছে। আগেও এই সমবায় সমিতির বোর্ড ছিল তৃণমূলের, আরও ৫ বছর ধরে থাকল শাসক দলের হাতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায় নির্বাচনের মধ্যে মঙ্গলবার পাঁশকুড়া ব্লকে আরও একটি সমবায় নির্বাচন ঘিরে তৈরি হয় টানটান উত্তেজনা। এমন পরিস্থিতিতে পাঁশকুড়া ব্লকের হাউরের দশাং সমবায় সমিতির নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। জানা গিয়েছে, গতবারে দশাং সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল দখল করেছিল। যার মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২৯৮। কিন্তু লোকসভা এবং বিধানসভা ভোটের নিরিখে হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকাংশ বুথে শাসকদল তৃণমূলকে বেশ খানিকটা পিছনে ফেলে বিজেপি সামনে চলে আসে। স্বাভাবিক কারণেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দশাং সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version