এখন থেকে প্রতিবছর ৩ হাজার ভারতীয়কে ভিসা দেবে ব্রিটেন! ঘোষণা ঋষি সুনাকের

বালিতে চলছে জি-২০ সম্মেলনে। সেখানে যোগ দিয়েছেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এখন থেকে প্রতিবছর à§© হাজার ভারতীয় পেশাদার কর্মীকে ভিসা দেওয়ার কথা ঘোষণা করলেন সুনাক। ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রথম কোনও দেশ এই ধরনের কোনও সুবিধা পাচ্ছে। এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে টুইট করা হয়, “প্রত্যেক বছর à§§à§®-৩০ বছর বয়সী ভারতীয় ডিগ্রিধারী যুবকদের ইংল্যান্ডে এসে কাজ করার জন্য ২ বছরের ভিসা দেওয়া হবে”।

বালিতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। তারপরই এই ঋষির এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ইংল্যান্ড ও ভারতে মধ্যে আগেই “ইয়ং প্রফেশনাল স্কিম” নামের একটি চুক্তি সাক্ষরিত হয়েছিল। তারই মাধ্যমে এই à§© হাজার ভারতীয়কে ইংল্যান্ডে এসে কাজ করার জন্য ভিসা দেবে ইংল্যান্ড।

ব্রিটেনে পড়াশুনা করে ভারতীয় পড়ুয়াদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ভারতীয়। তাছাড়াও বিভিন্ন ভারতীয় সংস্থার লগ্নি ব্রিটেনে প্রায় ৯০ হাজার কর্মসংস্থান জোগায়। তারই মধ্যে প্রতিবছর ৩ হাজার ভারতীয় পেশাদার কর্মীকে ভিসা দেওয়ার কথা ঘোষণা দুই দেশের বৈদেশিক সম্পর্কে অন্যমাত্রা যোগ করলো বলে মনে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:ইউক্রেনের পর এবার পোল্যান্ডে রুশ মিসাইল! নজর রাখছে ন্যাটো