Thursday, May 22, 2025

বিরোধীদের পুর-অধিবেশন বয়কট: বিক্ষোভে রাম-বাম যোগ প্রকাশ্যে, তীব্র কটাক্ষ ফিরহাদের

Date:

কলকাতা পুরসভায় মাসিক অধিবেশনের মধ্যেই ডেঙ্গু নিয়ে গোলমাল বাধায় বাম-বিজেপি (Left-BJP)। সঙ্গী কংগ্রেসও। অধিবেশন থেকে একযোগে ওয়াকআউট করে তারা। মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিরোধীরা। এরপরেই মেয়র কটক্ষ করে বলেন, এতে স্পষ্ট বাম ও রাম একসঙ্গে রয়েছে।

বুধবার কলকাতা (Kolkata) পুরসভার মাসিক অধিবেশনে ডেঙ্গু নিয়ে মুলতবি প্রস্তাব আনেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক (Santosh Pathak)। এতে সহমত জানায় বাম ও বিজেপি। বিজেপি কাউন্সিলের অভিযোগ, “ডেঙ্গুতে রাজ্যে ৫২ হাজার মানুষ আক্রান্ত। কলকাতায় রোজ মৃত্যু হচ্ছে আর ডেপুটি মেয়র যে পরিসংখ্যান দিচ্ছেন সেটা কম। পুরসভায় সর্বদলীয় বৈঠক চান তাঁরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে অধিবেশন বয়কট করেন বাম, কংগ্রেস, বিজেপি কাউন্সিলররা। বিক্ষোভ চলাকালীন অধিবেশন শেষ করে নিজের দফতরে ঢুকে যান মেয়র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিরোধীদের অধিবেশন বয়কট দেখেই বাম ও রামের যোগ স্পষ্ট।

এবছর রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গু। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণ কেড়েছে বহু মানুষের। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। সরকারের নির্দেশ, সমস্ত হাসপাতালে ২৪ ঘণ্টা ফিভার ক্লিনিক চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশাকর্মীদের ১০০ শতাংশ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারেরও জোর দিয়েছে রাজ্য সরকার। সতর্ক পুরসভাগুলিও। কিন্তু উদ্যোগ নেওয়ার পরেও বিরোধীদের এই গোলমাল নিছকই রাজনৈতিক অ্যাজেন্ডা বলে মত অনেকের।

আরও পড়ুন- হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে CPR-এ সাড়া ঐন্দ্রিলার, সুস্থতার প্রার্থনা টলি তারকাদের

 

Related articles

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...
Exit mobile version